২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৪.৪৪ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪৪ শতাংশ।
করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪৪ শতাংশ।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ৫.৪৯ শতাংশ এবং শুক্রবার শনাক্তের হার ছিল ৫.৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৯৭ জন ঢাকা বিভাগের, ৪ জন ময়মনসিংহ বিভাগের, ২৫ জন চট্টগ্রাম বিভাগের, ৭ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ১ জন বরিশাল বিভাগের ও ২ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৪৪৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh

8 more die of dengue

According to the Directorate General of Health Services, at least 1,017 infected patients were hospitalised during the period

1h ago