২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৪.৬৫ শতাংশ

প্রতীকী ছবি। সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৫ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ৪.৪৪ শতাংশ এবং শনিবার শনাক্তের হার ছিল ৫.৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৫৪ জন ঢাকা বিভাগের, ৪ জন ময়মনসিংহ বিভাগের, ৩১ জন চট্টগ্রাম বিভাগের, ১৪ জন রাজশাহী বিভাগের, ১ জন বরিশাল বিভাগের এবং ৩ জন রংপুর বিভাগের। তবে গত ২৪ ঘণ্টায় খুলনা ও সিলেটা বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৪ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৩৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭৮ হাজার ৩০৬ জন।

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

8h ago