মেসিকে দেখতে গাড়ি চালিয়ে কাতার যাচ্ছেন ভারতীয় ভক্ত

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ভক্ত আছে গোটা বিশ্বেই। আর্জেন্টাইন মহাতারকাকে কাছ থেকে দেখার জন্য প্রায়ই অদ্ভুত সব কাণ্ড ঘটান তারা। এবার নিজের ব্যক্তিগত গাড়িতে চড়ে ভারত থেকে কাতারের উদ্দেশে রওয়ানা হয়ে আলোচনার জন্ম দিলেন কেরালার মেসি সমর্থক এক নারী।

২০২২ কাতার বিশ্বকাপে 'সি' গ্রুপে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবলের মহাযজ্ঞ মাঠে বসে উপভোগ করতে বরাবরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্বাগতিক দেশে জড়ো হন ভক্ত-সমর্থকরা। তবে মেসির পাঁড় ভক্ত ওই নারী যা করছেন, তা রীতিমতো বিস্ময়ের!

ভারতীয় ওই নারীর নাম নাজি নওশি। পাঁচ সন্তানের জননী তিনি। পাশাপাশি ভ্রমণপিপাসু ও ভ্লগার। নিজের ব্যক্তিগত মাহিন্দ্রা থার গাড়িটি চালিয়ে ইতোমধ্যে যাত্রা শুরু করে দিয়েছেন তিনি। কেরালা থেকে সরাসরি মুম্বাই যাবেন নওশি। সেখান থেকে জাহাজে করে গাড়িসহ ওমান যাত্রা করবেন তিনি।

নিজেকে মেসির বড় ভক্ত দাবি করে নওশি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, 'আমি আর্জেন্টিনা ও মেসির অনেক বড় ভক্ত। খুব করে চাই, আমার প্রিয় দল ট্রফি উঁচিয়ে ধরুক।'

ওমান থেকে সড়কপথে যাত্রা শুরু হবে নওশির, বসবেন চালকের আসনে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরব হয়ে তিনি পৌঁছাবেন বিশ্বকাপের আয়োজক কাতারে।

নিজের বিরাট পরিকল্পনা নিয়ে নওশি বলেন, 'আমার লক্ষ্য ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে কাতারে প্রবেশ করা ও ফাইনাল দেখা। আমি এই যাত্রা নিয়ে খুবই রোমাঞ্চিত।'

নির্বিঘ্নে ওমান পার হওয়ার জন্য আন্তর্জাতিক লাইসেন্সও জোগাড় করে রেখেছেন নওশি। তার এই যাত্রায় পেয়েছেন পৃষ্ঠপোষকতাও। তবে সেজন্য সম্প্রতি কেনা তার কালো মাহিন্দ্রাজুড়ে লাগাতে হয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর স্টিকার।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

14m ago