লাইপজিগের কাছে হারল রিয়াল, জুভেন্টাসের বিদায়

নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়েছিল। চোটে থাকা করিম বেনজেমা ছিলেন না,  লুকা মদরিচ ও ফেদে ভেলভারদেকেও স্কোয়াডে রাখেনি রিয়াল মাদ্রিদ। সেরা তারকাদের ছাড়া জার্মান ক্লাব আরবি লাইপজিগের কাছে ধরাশায়ী হয়েছে তারা।

মঙ্গলবার রাতে রেড বুল অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা।

শুরুর দিকে ইশকো গাবারদিওল ও ক্রিস্তোফা এনকুনকুর গোলে এগিয়ে যাওয়া লাইপজিগ পুরো ম্যাচেই দেখায় দাপট। ভিনিসিউস জুনিয়রের গোলে রিয়াল খেলায় ফেরার আভাস দিলেও টিমো ভেরনার ফের এগিয়ে দেন তাদের। শেষ দিকে রদ্রিগোর এক গোল শোধ দিয়ে ব্যবধান কমান।

খেলার ১৩ মিনিটে আসে প্রথম গোল। কর্নার থেকে আসা বল প্রথম দফায় বিপদ মুক্ত করেন গোলরক্ষক থিবো কর্তোয়া। ফিরতি বলে গোল দিয়ে দেন ডিফেন্ডার গাবারদিওল। ১৮  মিনিটেই আরেক গোল পেয়ে যায় স্বাগতিকরা। রিয়ালের এক খেলোয়াড়ের পা লেগে পাওয়া বল থেকে তীব্র গতির শটে জাল খুঁজে নেন এনকুনকু।

খেলায় ফিরতে তীব্র চেষ্টা চালানো রিয়াল সাফল্য পায় বিরতির খানিক আগে। ডানদিক থেকে তৈরি আক্রমণে ক্রস দেন আসেনসিও। হেডে নিশানা খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস।

বিরতির পর আরেক গোল শোধ দিতে বার কয়েক চেষ্টা চালিয়ে ব্যর্থ রিয়াল ৮১ মিনিটে হজম করে তৃতীয় গোল। ডান দিক থেকে এসে বক্সে ঢুকে পড়েন মোহামেদ সিমাকান। তাকে ঠেকাতে গিয়ে ফাঁদে পড়েন কর্তোয়া। ফাঁকায় পাস পেয়ে বল জালে জড়ান ভেরনার। একদম অন্তিম সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান রদ্রিগো।

জুভেন্টাসের বিদায়

এদিকে রিয়ালের হারের দিনে ইতিলিয়ান জায়ান্ট জুভেন্টাস দেখল চরম খারাপ সময়। বেনফিকার কাছে ৪-৩ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের আগেই বিদায় নিয়েছে ম্যাসিসমিলিয়ানো অ্যালেগ্রির দল। এই নিয়ে নিজেদের গ্রুপের সব ম্যাচই হারল তুরিনের ওল্ড লেডিরা। ২০১৩-১৪ মৌসুমের পর গ্রুপ পর্ব থেকেই বিদায় পড়তে হলো জুভেন্টাসকে।

প্রতিপক্ষের মাঠে এই ম্যাচে পয়েন্ট হারালেই বিদায় নিতে হতো এমন সমীকরণে সেরা ফুটবল খেলতে পারেনি পড়তি সময়ে থাকা ক্লাবটি। বেনফিকাকে ১৭ মিনিটে এগিয়ে দেন অ্যান্টনিও সিলভা। ২১ মিনিটে মাইস কিনের গোলে ম্যাচে এসেছিল সমতা। কিন্তু ২৮ মিনিটে জোয়াও মারিও গোলে ফের এগিয়ে যায় বেনফিকা। ৩৫ ও ৫০ মিনিটে আরও দুই গোল দিয়ে জুভেন্টাসকে ম্যাচ থেকে ছিটকে দেন রাফা সিলভা। আর্কাডিউস মিলিক ও অয়েস্টন ম্যাককেনি পরে দুই গোল শোধ করে ব্যবধান কমান।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago