শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত শিক্ষক তুলারাম পাল (৩৮)কে মঙ্গলবার গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, দুপুরে আদালতে হাজির করা হলে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট মো. আলাউদ্দীন আসামিকে কারাগারে পাঠান।
মামলা নথি থেকে জানা যায়, গতকাল শিশুটি স্কুলে গেলে স্কুলের একটি ফাঁকা কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন শিক্ষক। পরে শিশুটির চিৎকারে তাকে ছেড়ে দেয় শিক্ষক। বাড়িতে ফিরে শিশুটি তার পরিবারকে এ ঘটনা জানায়।
পরে সন্ধ্যায় শিশুটের বাবা রাণীশংকৈল থানায় ওই শিক্ষককে অভিযুক্ত করে মামলা করেন।
Comments