টি-টোয়েন্টিতে পরিষ্কার ফেভারিট বলা কঠিন: দ্রাবিড়

Rahul Dravid
রাহুল দ্রাবিড়

ভারত বা পাকিস্তানের বিপক্ষে কোন একটা ম্যাচ জিতলে সেটা হবে অঘটন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ভরা সম্মেলনে পরিষ্কার জানালেন এরকমটাই। তবে সঙ্গে কথার সুরে পার্থক্য দেখা গেল ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। কিংবদন্তি এই সাবেক ক্রিকেটার বলছেন, কুড়ি ওভারের ক্রিকেটে কখনো কখনো পরিষ্কার ফেভারিট ঠিক করা বেশ শক্ত।

বুধবার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। যারা ম্যাচ জিতবে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যাবে তারাই। বাকি থাকা দুই ম্যাচ জিতলে কোন রকম সমীকরণ ছাড়াই সেমিতে যাবে বাংলাদেশ।

কিন্তু বাংলাদেশ অধিনায়কের চোখ তবু অতদূর নয়। জিতলে বরং তার কাছে সেটা হবে অঘটন। সাকিবের পর সংবাদ সম্মেলনে আসা দ্রাবিড়কে একই বিষয়ে প্রশ্ন করা হলে ক্রিকেটীয় ভব্যতার মোড়কে তিনি বাংলাদেশকে নিয়ে শোনালেন শ্রদ্ধা ভরপুর কথা, 'আমরা তাদের অনেক সমীহ করি। তারা খুব ভালো দল। এই বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে কোন দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছে। এই আসরে অনেক খেলায় এমন দেখলাম।'

'এছাড়া ২০ ওভারের খেলা এমনিতেই ছোট সংস্করণ। খেলায় জয় পরাজয়ের ব্যবধানটা অনেক সময়ই ১২ থেকে ১৫ রানের হয়। কাজেই দুটো শটেরই ব্যাপার। দুটো শট এদিক-সেদিক হলেই ফল বদলে যায়। কাজেই এটা এমনিতেই সংক্ষিপ্ত উত্তেজনাকর সংস্করণ। এখানে কখনো কখনো কে পরিষ্কার ফেভারিট বলাটা কঠিন। '

কন্ডিশনের কারণেও দলগুলোর তফাৎ কমে আসছে  বলে ধারণা দ্রাবিড়ের। তবে তার মতে  এরকম কন্ডিশন আবার বিশ্বকাপকে করেছে আকর্ষণীয়, 'এই কন্ডিশনে খেলাটায় আরও সমতা চলে আসে কারণ অনেক বড় বাউন্ডারি। উপমহাদেশে কিছু শট অনায়াসে ছক্কা হবে, কিন্তু এখানে এরকম কিছু বড় শট এমনটা সহজে হবে না, আউট হয়ে যাবে।'

'আবহাওয়ার কথা বাদ দিলে এসব বিবেচনায় এটি দারুণ টুর্নামেন্ট। খেলার ধরণ অনুযায়ী এটি দুর্দান্ত আসর।'

বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া ভারত বাংলাদেশের সঙ্গে হেরে গেলে পড়ে যাবে সেমির আগে বাদ পড়ার শঙ্কায়। এই ম্যাচ তাদের হালকাভাবে নেওয়ার এমনিতেও উপায় নেই। দ্রাবিড় জানালেন বরাবরের মতোই তাদের প্রস্তুতি থাকছে সেরা, 'আমরা অবশ্যই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে যেমন ছিল এই ম্যাচেও আমাদের প্রস্তুতি ঠিক তেমনই আছে।'

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

7h ago