৬ নভেম্বর মিশরে শুরু হচ্ছে ২৭তম জলবায়ু সম্মেলন

সমষ্টিগত জলবায়ু লক্ষ্য অর্জনে ব্যবস্থা নিতে বিশ্বনেতারা কপ-২৭ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।

মিশরে ৬ নভেম্বর শুরু হয়ে এবারের কপ-২৭ সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। কপ-২৭ সম্মেলন নিয়ে আজকের স্টার স্পেশাল।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

7h ago