ইব্রাহিমোভিচের আক্রমণ রসিকতায় উড়িয়ে দিলেন গার্দিওলা 

pep guardiola & zlatan ibrahimovic

পেপ গার্দিওলা ও জ্লাতান ইব্রাহিমোভিচের সাপে নেউলে সম্পর্কের কথা জানা আছে সবারই। সুযোগ পেলে এখনও নিজের সাবেক কোচকে একহাত নেন সুইডিশ তারকা। সম্প্রতি আর্লিং হালান্ড ইস্যুতে আরও একবার গার্দিওলার সমালোচনা করার সুযোগ হাতছাড়া করলেন না তিনি। তবে গার্দিওলাও কম যান না, রসিকতা করে বললেন নরওয়েজিয়ান তারকাকে বড্ড হিংসে হয় তার।

সময়ের অন্যতম সফল কোচের সঙ্গে ইব্রাহিমোভিচের দ্বন্দ্বের সূত্রপাত স্পেনে। ২০০৯ সালে তারকাখচিত বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন এই ফরোয়ার্ড। তখন কাতালান ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন গার্দিওলা। শুরু থেকেই কোচের সঙ্গে বনেনি তার। ২০১১ সালে ক্লাব ছাড়তে পেরে যেন হাঁফ ছেড়ে বেঁচেছিলেন ইব্রাহিমোভিচ। সেই থেকেই নিজের আত্মজীবনী থেকে শুরু করে অনেক জায়গায়ই গার্দিওলার সমালোচনায় মেতেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হালান্ডকে নিয়ে প্রশ্ন করা হয় ইব্রাহিমোভিচকে। হালান্ডকে উন্নতি করতে গার্দিওলা সাহায্য করতে পারবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, 'এটা গার্দিওলার অহংকারের ওপর নির্ভর করে, সে তাকে (হালান্ড) তার চেয়ে বড় হতে দিবে কি দিবে না।'

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এবিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রসিকতায় মাতেন গার্দিওলা, 'সে ঠিকই বলেছে, সম্পূর্ণ ঠিক বলেছে। এই ক্লাবে, এই দলে আমার অহংকার অন্যান্য সব ব্যক্তি, সব খেলোয়াড়ের চেয়ে ওপরে। আমার ভালো লাগে না যখন হালান্ড তিন গোল করে সব হাইলাইটস শুধু তার জন্যই থাকে। সত্যি বলতে আমার অনেক হিংসে হয়।'

এখানেই থামেননি স্প্যানিশ কোচ। ইব্রাহিমোভিচকে আরেকটি বই লেখারও পরামর্শ দেন তিনি, 'আমি বলি, আর্লিং দয়া করে আর গোল দিও না। নতুবা সংবাদপত্রগুলো আমার ব্যাপারে কথা বলবে না এবং শুধু আমার ব্যাপারে বলবে না। সে (ইব্রাহিমোভিচ) ঠিকই বলেছে। সে আমাকে সঠিক জানে। হয়ত সে আরেকটা বই লিখতে পারে।'

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago