ইশরাকসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা

ইশরাকসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে গৌরনদীতে মামলা
শনিবার সকালে বরিশালে যাওয়ার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনসহ শতাধিক নেতাকর্মীর নামে বরিশালের গৌরনদী থানায় মামলা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় বিস্ফোরক দ্রব্যে আইনে এই মামলা করেছেন গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ ৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী বাদী হয়ে এ মামলা করেন।' 

মামলার অভিযোগে বলা হয়েছে, শনিবার সকালে বরিশালের বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে ৭০-৭৫টি গাড়ির বহর এসে বাজারের সামনের মহাসড়কে থামে। তখন গাড়ি থেকে ক্যাডাররা নেমে বাজারে আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে হামলা ও ভাঙচুর করে। তারা কার্যাল‌য়ের মধ্যে থাকা টিভি, চেয়ার টেবিল ভাঙচুর করেছে। এছাড়াও তারা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আবুল হাসনাত আব্দুল্লাহর ছবি ছিঁড়ে ফেলেছে। এ সময় হামলাকারীরা ৭টি মোটর সাইকেল ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা করে। হামলাকারীরা মাহিলারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এবং  উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদারসহ দুজনকে আহত করেছে বলে মামলার অভিযোগে বলা হয়েছে। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-মানবধিকার বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু ডেইলি স্টারকে বলেন, 'গণসমাবেশে যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা বহরের ৮টি গাড়ি ভাঙচুর করেছে।' 

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, মাহিলারা শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভাঙচুরের একটি অভিযোগ শ্রমিকদের পক্ষ থেকে সকালে দেওয়া হয়েছিল। পরে সেটি মামলা হিসেবে নেওয়া হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

2h ago