বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগে চোটাক্রান্ত কৌতিনহো

কয়েকদিন বাদেই মাঠে গড়াবে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসর বিশ্বকাপ। অথচ এমন মেগা আসরের আগে কিছুতেই থামছে না ফুটবলারদের চোটের মিছিল। অনেকের মতো কপাল পুড়তে পারে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোরও, সেলেসাওদের বিশ্বকাপ দল ঘোষণার ঠিক আগের দিন এলো তার ইনজুরিতে পড়ার খবর।

কৌতিনহোর চোটে পড়ার খবর নিশ্চিত করেছেন তার দল অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। উরুর চোটের কারণে লায়ন্সদের হয়ে তাদের পরবর্তী দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ব্রাজিলিয়ান। তবে ৩০ বছর বয়সী এই তারকা বিশ্বকাপে খেলার মতো অবস্থায় থাকবেন না বলেই ধারণা ভিলা কোচের। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভিলার স্কোয়াডে ছিলেন না কৌতিনহো।

রোববার ব্রিটিশ গণমাধ্যম বার্মিংহাম মেইলকে এমেরি বলেন, 'আমি জানি না এটা (চোট) কতদিন থাকবে। কিন্তু আজ (রোববার) সে খেলতে পারেনি ও বিশ্বকাপের বিরতি শেষ হবার আগ পর্যন্ত সে খেলবে না। বৃহস্পতিবার বা রোববারেও সে খেলবে না কারণ সে চোটাক্রান্ত ও দীর্ঘদিনের জন্য ছিটকে গেছে।'

সোমবার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা রয়েছে ব্রাজিল কোচ তিতের। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে চলবে ফুটবলের এই মহাআসর। ২০১০ সালে সেলেসাওদের হয়ে অভিষেক হওয়া কৌতিনহো এখন পর্যন্ত তাদের হয়ে খেলেছেন ৬৯টি ম্যাচ। ইনজুরিতে না পড়লেও বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত ছিল না তার, চলতি মৌসুমে ১২টি লিগ ম্যাচে একবারও পাননি জালের দেখা।  

কৌতিনহো না খেললেও নিজেদের সর্বশেষ ম্যাচে রেড ডেভিলদের হারাতে একদমই বেগ পেতে হয়নি ভিলাকে। ঘরের মাঠে তারা ৩-১ গোলে পরাস্ত করেছে ক্রিস্তিয়ানো রোনালদোদের। ম্যানইউর বিপক্ষে শুক্রবার কারাবাও কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচেও থাকবেন না ব্রাজিলিয়ান তারকা।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago