সুইজারল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড। বুধবার এক সংবাদ সম্মেলনে ২৬ জনের স্কোয়াড ঘরনা করেন দলটির প্রধান কোচ মুরাত ইয়াকিন।

ইতালিকে বিদায় করে বিশ্বকাপে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ড দলে কাঙ্ক্ষিতভাবে জায়গা পেয়েছেন জেরদান শাকিরি, গ্রানিত জাকা, রিকার্ডো রদ্রিগেজ, ফ্যাবিয়ান শার ও ইয়ান সোমারের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। 

দলের নতুন মুখ দুইজন। আরবি সলজবার্গের গোলরক্ষক ফিলিপ কোহন ও ইয়ং বয়েজের ফ্যাবিয়ান রাইডার।

আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। ২৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে সুইসরা। এই গ্রুপে রয়েছে ব্রাজিল ও সার্বিয়ার মতো শক্তিশালী দল। 

সুইজারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: গ্রেগর কোবেল (বরুশিয়া ডর্টমুন্ড), ফিলিপ কোহন (সলজবার্গ), জোনাস ওমলিন (মন্টপেলিয়ার), ইয়ান সোমার (বরুশিয়া মনশেনগ্লাডবাখ)

ডিফেন্ডার: ম্যানুয়েল আকানজি (ম্যানচেস্টার সিটি), ইরে কমার্ট (ভ্যালেন্সিয়া), নিকো এলভেদি (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), রিকার্ডো রদ্রিগেজ (তোরিনো), ফ্যাবিয়ান শার (নিউক্যাসল ইউনাইটেড), সিলভান উইডমার (মেইনজ)

মিডফিল্ডার: গ্রানিত জাকা (আর্সেনাল), এডিমিলসন ফার্নান্দেজ (মেইনজ), ফ্যাবিয়ান ফ্রেই (বাসেল), রেমো ফ্রেউলার (নটিংহাম ফরেস্ট), আরডন জাশারি (লুজার্ন), ফ্যাবিয়ান রাইডার (ইয়ং বয়েজ), জেরদান শাকিরি (শিকাগো ফায়ার), জিব্রিল সো (অ্যাইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), রেনাতো স্টেফেন (লুগানো), ডেনিস জাকারিয়া (চেলসি), মিশেল এবিশার (বোলোগনা)

ফরোয়ার্ড: ব্রিল এম্বোলো (মোনাকো), ক্রিশ্চিয়ান ফাসনাখ্ট (ইয়ং বয়েজ), নোয়াহ ওকাফোর (সলজবার্গ), হারিস সেফেরোভিক (গালাতাসারে), রুবেন ভার্গাস (অগসবার্গ)।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

11h ago