জি-২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন

পুতিন
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স ফাইল ফটো

ইন্দোনেশিয়ার বালিতে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ২ দিনের জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইন্দোনেশিয়ায় রুশ দূতাবাসের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের প্রটোকল প্রধান উলিয়া তমস্কায়া বার্তা সংস্থাটিকে বলেন, 'রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ জি-২০ সম্মেলনে মস্কোর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।'

'সম্মেলনে পুতিনের যোগদান এখনো নিশ্চিত নয়' উল্লেখ করে জানানো হয়, পুতিন ভার্চুয়ালি যোগ দিতে পারেন।

বালি সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী লাভরভ প্রেসিডেন্ট পুতিনের প্রতিনিধিত্ব করবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রাশিয়া গতকাল ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় খেরসন প্রদেশের রাজধানী খেরসন শহর থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

সেখানে কিয়েভের পাল্টা আক্রমণের মুখে ক্রেমলিন এমন ঘোষণা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Comments

The Daily Star  | English

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

51m ago