যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্কোয়াডে জায়গা পেয়েছেন হাজি রাইট, জো স্কালি এবং শন জনসন। তবে জায়গা হয়নি জ্যাক স্টেফেন, পল আরিওলা এবং রিকার্ডো পেপির।

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্কোয়াডে জায়গা পেয়েছেন হাজি রাইট, জো স্কালি এবং শন জনসন। তবে জায়গা হয়নি জ্যাক স্টেফেন, পল আরিওলা এবং রিকার্ডো পেপির।

বুধবার রাতে ব্রুকলিন স্টিলের একটি বিশেষ টেলিভিশন ইভেন্টে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন দলটির প্রধান কোচ গ্রেগ বারহাল্টার।

আগামী ২১ নভেম্বর আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। 'বি' তাদের সঙ্গে আরও রয়েছে ইরান ও ইংল্যান্ড।

২৬ সদস্যের মার্কিন যুক্তরাষ্ট্র স্কোয়াড

গোলরক্ষক: ইথান হরভাথ (লুটন টাউন), শন জনসন (নিউইয়র্ক সিটি), ম্যাট টার্নার (আর্সেনাল)

ডিফেন্ডার: ক্যামেরন কার্টার-ভিকার্স (সেল্টিক), সার্জিনো ডেস্ট (এসি মিলান), অ্যারন লং (নিউইয়র্ক রেড বুলস), শাক মুর (ন্যাশভিল), টিম রেম (ফুলহ্যাম), অ্যান্টোনি রবিনসন (ফুলহ্যাম), জো স্কালি (বরুসিয়া মনসেনগ্লাডবাচ), ডিঅ্যান্ড্রে ইয়েডলিন (ইন্টার মিয়ামি), ওয়াকার জিমারম্যান (ন্যাশভিল)

মিডফিল্ডার: ব্রেন্ডন অ্যারনসন (লিডস ইউনাইটেড), কেলিন অ্যাকোস্টা (লস অ্যাঞ্জেলেস), টাইলার অ্যাডামস (লিডস ইউনাইটেড), লুকা দে কা টোরে (সেল্টা ডি ভিগো), ওয়েস্টন ম্যাকেনি (জুভেন্তাস), ইউনুস মুসাহ (ভ্যালেন্সিয়া), ক্রিশ্চিয়ান রোল্ডান (সিয়াটেল সাউন্ডার্স)

ফরোয়ার্ড: জেসুস ফেরেইরা (এফসি ডালাস), জর্ডান মরিস (সিয়াটেল সাউন্ডারস), ক্রিশ্চিয়ান পুলিসিক (চেলসি), জিও রেইনা (বরুসিয়া ডর্টমুন্ড), জশ সার্জেন্ট (নরউইচ সিটি), টিম ওয়েহ (লিল), হাজি রাইট (অ্যান্টাল্যাস্পোর)।

Comments