ঝিনাইদহে দুর্বৃত্তের হামলায় রিকশাচালক নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহে দুর্বৃত্তের হামলায় এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কুমার দাস (৬৫) ঝিনাইদহ শহরের মর্ডানপাড়ার বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, 'ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের জন্য এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। সিসিটিভির ফুটেজ দেখে ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করছি শিগগির জড়িতদের গ্রেপ্তার করা হবে।'

নিহতের ছেলে লিটন দাস বলেন, 'বাবা অন্যের রিকশা ভাড়া নিয়ে চালাত। প্রতিদিন রিকসা চালিয়ে রাত ১১টার দিকে বাড়িতে ফিরত। কিন্তু, গতকাল রাতে রিকশা জমা দেয়নি। পরে রিকসার মালিক আমাদের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি জানতে পারি। দুর্বৃত্তরা রিকশার ব্যাটারি ছিনতাই করে নিয়ে গেছে। তারা ব্যাটারিবিহীন রিকশাটি আরাপপুর জামতলা গ্যারেজে এলাকায় ফেলে রেখে যায়।'

লিটন আরও বলেন, 'এরপর অনেক খোঁজাখুঁজির পর রাতে আহত অবস্থায় ভুটিয়ারগাতী এলাকা থেকে উদ্ধার করা হয় এবং ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সেখানেই বাবার মৃত্যু হয়।'

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

1h ago