আগামীকাল থেকে মিরপুরের সব বাসে ই-টিকেট

মিরপুর রুটে চলাচলকারী সব বাস আগামীকাল রোববার থেকে ই-টিকেটের আওতায় আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।
সংবাদ সম্মেলনে কথা বলছেন খন্দকার এনায়েত উল্লাহ। ছবি: দীপন নন্দী/স্টার

মিরপুর রুটে চলাচলকারী সব বাস আগামীকাল রোববার থেকে ই-টিকেটের আওতায় আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

আজ শনিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার থেকে মিরপুর রুটে ৩০টি কোম্পানির বাস ই-টিকেটিংয়ের আওতায় চলবে। আগামী বছর ৩১ জানুয়ারি থেকে ঢাকা শহরে ৬০টি কোম্পানির বাস ও ২৮ ফেব্রুয়ারি থেকে ৯৭টি কোম্পানির বাস ই-টিকেটিংয়ের আওতায় চলবে।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

2h ago