প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নতুন মহাপরিচালক চন্দন কুমার দে

চন্দন কুমার দে। ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন চন্দন কুমার দে।

আজ রোববার তিনি কর্মস্থলে যোগ দেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের সদস্য হিসেবে ১৯৯১ সালে কর্মজীবন শুরু করেন চন্দন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন পদে কাজ করেছেন।

চন্দন কুমার দে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত সাগর দে ও মাতা অনুরাধা দে। চন্দন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বি.এ. (সম্মান) ও এম.এ. পাস করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি. সম্পন্ন করেন।

তিনি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপের অধীনে মোনাশ বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ এবং ইতালির তুরিনে আইটিসি, আইএলওতে অ্যাডভান্সড প্রকিউরমেন্ট ট্রেনিং প্রোগ্রামেও অংশগ্রহণ করেন।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

44m ago