হেক্সা জিততে ‘দলে আছে চমৎকার আবহ’, বললেন রাফিনহা

সবগুলো বিশ্বকাপ খেলা একমাত্র দল ব্রাজিল। সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জেতা দলও তারা। তবে শেষবার বিশ্বকাপ জেতার যে হয়ে গেছে ২০ বছর। সময়টা আর দীর্ঘ না করতে বদ্ধ পরিকর ব্রাজিলের এবারের স্কোয়াড। এমনটাই জানালেন ব্রাজিলের উইঙ্গার রাফিনহা।

বিশ্বকাপের প্রস্তুতিতে পাঁচ দিনের ক্যাম্প করতে ব্রাজিল স্কোয়াড আছেন ইতালির তুরিনে। সেখান থেকেই দোহায় রওয়ানা দিবে তিতের দল।

সোমবার বার্সেলোনার প্রকাশিত সাক্ষাতকারে রাফিনহা জানান, প্রস্তুতি আর দলের আবহে বেশ ফুরফুরে তাদের দল,  'বিশ্বকাপের জন্য আমি প্রস্তুত হচ্ছি। মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হতে যা করা দরকার সবই করছি।'

'জাতীয় দলের হয়ে শিরোপা জেতার লক্ষ্য সবার, আমরা সবাই সেটাই চাই। দলের মধ্যে চমৎকার একটা আবহ বিরাজ করছে।'

বার্সেলোনা তারকার মতে বিশ্বকাপ কেন, যেকোনো টুর্নামেন্টে ব্রাজিল খেলতে যাওয়া মানেই শিরোপার লক্ষ্য। দারুণ সব খেলোয়াড় নিয়ে এবার সেই পথে ছুটতে মরিয়ে তারা,  'কোন চাপ অনুভব করছি না। বিশ্বকাপ হোক বা অন্য ট্রফি  ব্রাজিল সব সময়ই শিরোপার দাবিদার। সমর্থকদের চাহিদাটা খুব স্বাভাবিক। কারণ আমরা উচ্চ মানসম্পন্ন দল যেখানে আছে বড় বড় নাম।'

'খুব স্বাভাবিক ৬ষ্ঠ শিরোপা জিততে ভক্তরা অধীর হয়ে আছে।'

২০০২ সালে ব্রাজিল যখন শেষবার বিশ্বকাপ জিতে তখন রাফিনহার বয়স কেবল চার। স্বাভাবিক কারণেই তার সবটা মনে নেই। তবে গোটা দেশ জুড়ে উৎসবের যে রেণু ছড়িয়েছিল তা এবারও করতে বদ্ধ পরিকর তারা,  '২০০২ সালে বিশ্বকাপ জেতার তেমন কিছু আমার মনে নেই, কারণ আমি তখন খুব ছোট। মনে আছে ব্রাজিলের সব মানুষ জড়াজড়ি করে উৎসব করেছিল। এটা আমাদের ঐক্যবদ্ধ করেছিল। এবারও আমরা সেরকম কিছুই করতে চাই।'

২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে ব্রাজিলের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলাটি।

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

6h ago