‘মিয়ানমার সংকট সমাধানে দ. কোরিয়া শক্তিশালী ভূমিকা রাখতে পারে’

সিউল সফরের আগে জাতিসংঘের বিশেষ দূত
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। ছবি: এপি

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ আগামীকাল বুধবার ৬ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন।

এই সফরের প্রাক্কালে তিনি প্রত্যাশা করছেন যে, মিয়ানমার সংকট সমাধানে দক্ষিণ কোরিয়া আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে টম অ্যান্ড্রুজ বলেছেন, 'এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেতৃস্থানীয় গণতন্ত্র ও আসিয়ান-প্লাস থ্রি'র সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়া মিয়ানমার সংকট সমাধানে যে ভূমিকা পালন করতে পারে তা নিয়ে আমি আলোচনার প্রত্যাশা করি।'

তিনি বলেন, 'বেসামরিক নাগরিকদের ওপর সামরিক জান্তার হামলা এবং মিয়ানমারের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমবেত ও সমন্বিত প্রতিক্রিয়া দরকার।'

টম অ্যান্ড্রুজ বলেন, 'জান্তার বিরুদ্ধে কঠোর নিন্দা এবং মিয়ানমারের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে জোড়ালো সমর্থন প্রকাশের মাধ্যমে এই সংকটে আঞ্চলিক নেতৃত্ব প্রদানের জন্য উপযুক্ত দেশ দক্ষিণ কোরিয়া।' 

সিউল সফরে সেখানকার জাতীয় ও স্থানীয় সরকারের প্রতিনিধি, জাতিসংঘ কর্মকর্তা, বৈদেশিক নীতি বিশেষজ্ঞ, সুশীল সামাজিক সংস্থা, মিয়ানমারের প্রবাসী সদস্য এবং মিয়ানমারে বিনিয়োগ করেছে বা আগ্রহ রয়েছে এমন কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন তিনি।

এ ছাড়াও, মিয়ানমারের প্রতি দৃঢ় সমর্থন প্রদর্শনকারী গুয়াংজু শহর পরিদর্শনেও যাবেন তিনি।

এই সফর নিয়ে আগামী ২১ নভেম্বর সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘের এ বিশেষ দূত।

 

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago