চলে গেলেন মাহবুব জামিল

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল (৮৩) মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোররাত ৩টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মাহবুব জামিল। ছবি: সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল (৮৩) মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোররাত ৩টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মাহবুব জামিলের ছেলে রুবাইয়াত জামিল।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মাহবুব জামিল। গত ২৬ অক্টোবর থেকেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

তিনি আরও জানান, মাহবুব জামিলের জানাজা গুলশান আজাদ মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

২০০৮ সালের ২১ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহবুব জামিল। সেসময় তিনি মন্ত্রী পদমর্যাদায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির সদস্য ছিলেন মাহবুব জামিল। তিনি সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago