পর্তুগাল শুধু রোনালদোর জন্য খেলে না: পেরেইরা

বয়স ৩৭ ছাড়িয়েছে। খুব অবিশ্বাস্য কিছু না হলে আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই নিজের শেষ বিশ্বকাপটা স্বাভাবিকভাবেই রাঙাতে চাইবেন ক্রিস্তিয়ানো রোনালদো। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ভালো কিছু উপহার দিতে সতীর্থদের ভাবনাও এমন কিছুই হওয়ার কথা। তবে কাতারে কেবল তারা রোনালদো জন্য নয়, জয়ের জন্যই খেলবেন বলে জানিয়েছেন দলের ডিফেন্ডার দানিলো পেরেইরা।

বয়স ৩৭ ছাড়িয়েছে। খুব অবিশ্বাস্য কিছু না হলে আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই নিজের শেষ বিশ্বকাপটা স্বাভাবিকভাবেই রাঙাতে চাইবেন ক্রিস্তিয়ানো রোনালদো। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ভালো কিছু উপহার দিতে সতীর্থদের ভাবনাও এমন কিছুই হওয়ার কথা। তবে কাতারে কেবল তারা রোনালদো জন্য নয়, জয়ের জন্যই খেলবেন বলে জানিয়েছেন দলের ডিফেন্ডার দানিলো পেরেইরা।

এদিকে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকার নিয়ে রীতিমতো উত্তপ্ত ফুটবল বিশ্ব। নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে কাঠগড়ায় তুলে অনেক অভিযোগ করেছেন রোনালদো। সাবেক কোচ ওলে গানার সুলশার, রালফ রাংনিক হতে শুরু করে বর্তমান কোচ এরিক টেন হাগকেও এক হাত নিয়েছেন। এছাড়া সাবেক অনেক সতীর্থদেরও ধুয়ে দিয়েছেন তিনি। এরমধ্যেই জাতীয় দলের ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও ক্যান্সেলোর সঙ্গে দুটি ফুটেজও উত্তেজনা ছড়িয়েছে।

তবে এ সব কিছু উড়িয়ে সতীর্থের পাশেই থাকছেন পেরেইরা। পুরো বিষয়ে এখন অভ্যস্ত হয়ে গেছেন জানিয়ে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'সমালোচনা হবেই কারণ ক্রিস্তিয়ানো এমন একজন খেলোয়াড় যিনি প্রচুর বিক্রি হন, তিনি এমন একজন খেলোয়াড় যার সম্পর্কে প্রতিদিন কথা হয়। সে খারাপ হলেও লোকে কথা বলবে, সে ঠিক থাকলেও কথা বলবে। সুতরাং, আমরা দলের মধ্যে এসবে এখন স্বাভাবিকভাবে অভ্যস্ত হয়ে পড়েছি।'

স্কোয়াডের গভীরতার কথা চিন্তা করলে সবচেয়ে ভারসাম্যপূর্ণ একটি শক্তিশালী দল নিয়েই কাতার বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে পর্তুগাল। এ দলের প্রাণভোমরা রোনালদো। তাকে ঘিরেই সব পরিকল্পনা করে থাকে দলটি। আর সেটা খুব স্বাভাবিক বলেই জানান পেরেইরা, 'এটা খুব স্বাভাবিক যে জাতীয় দলে রোনালদোই সবচেয়ে শক্তিশালী পয়েন্ট, তাই তার ওপর বেশি আলোকপাত করাটাই স্বাভাবিক। আমরা তাকে আরও পাস দিতে যাচ্ছি, আমরা তাকে গোল করানোর চেষ্টা করব এবং সে এটার প্রাপ্যও বটে।'

রোনালদোকে নিয়ে পেরেইরা কথা স্বাভাবিকভাবেই স্পষ্ট যে সতীর্থর শেষ বিশ্বকাপ রাঙানোতে তার জন্যই খেলবে পর্তুগাল। কিন্তু আসলে দলটি জয়ের জন্যই খেলবে বলে জানান তিনি, 'এ সব কথা থেকে মনে হতে পারে আমরা শুধু ক্রিস্তিয়ানোর হয়ে খেলি, তবে বিষয়টি তা নয়। আমরা ম্যাচ জেতার জন্য খেলি।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago