বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সি নম্বর জেনে নিন

ছবি: রয়টার্স

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও আসরের অন্যতম ফেভারিট। ফুটবলের মহাযজ্ঞকে সামনে রেখে সম্ভাব্য সেরা স্কোয়াডই বেছে নিয়েছে তারা। ইতোমধ্যে অধিনায়ক লিওনেল মেসিসহ ফুটবলারদের জার্সি নম্বর ঘোষণা করেছে শিরোপাপ্রত্যাশী দলটি।

বিশ্বকাপের জন্য সম্প্রতি ২৬ সদস্যের স্কোয়াড দিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। খেলোয়াড়দের জার্সি নম্বর গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আর্জেন্টিনার স্কোয়াডের পাঁচ জন ২০১৮ সালে অনুষ্ঠিত সবশেষ রাশিয়া বিশ্বকাপের জার্সি নম্বরই ধরে রেখেছেন। তাদের মধ্যে আছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী পিএসজি ফরোয়ার্ড মেসি। বরাবরের মতো তিনি গায়ে জড়াবেন বিখ্যাত ১০ নম্বর জার্সি। অলিম্পিক লিওঁর নিকোলাস তাগলিয়াফিকো, সেভিয়ার মার্কোস আকুনিয়া, এএস রোমার পাওলো দিবালা ও জুভেন্তাসের আনহেল দি মারিয়াকেও খেলতে দেখা যাবে আগের বিশ্বকাপের জার্সি নম্বরেই।

বিশ্বকাপে 'সি' গ্রুপে খেলবে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা। আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল চারটায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে নিজেদের অভিযান শুরু করবে তারা। গ্রুপ পর্বে স্কালোনির শিষ্যদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সি নম্বর:

নাম জার্সি নম্বর পজিশন ক্লাব
ফ্রাঙ্কো আরমানি গোলরক্ষক রিভারপ্লেট
হুয়ান ফোইথ ডিফেন্ডার ভিয়ারিয়াল
নিকোলাস তাগলিয়াফিকো ডিফেন্ডার অলিম্পিক লিওঁ
গঞ্জালো মন্তিয়েল ডিফেন্ডার সেভিয়া
লেয়ান্দ্রো পারেদেস মিডফিল্ডার জুভেন্তাস
জারমান পেজ্জেয়া ডিফেন্ডার রিয়াল বেতিস
রদ্রিগো দে পল মিডফিল্ডার আতলেতিকো মাদ্রিদ
মার্কোস আকুনিয়া মিডফিল্ডার সেভিয়া
হুলিয়ান আলভারেজ ফরোয়ার্ড ম্যানচেস্টার সিটি
লিওনেল মেসি ১০ ফরোয়ার্ড পিএসজি
আনহেল দি মারিয়া ১১ ফরোয়ার্ড জুভেন্তাস
জেরোনিমো রুই ১২ গোলরক্ষক ভিয়ারিয়াল
ক্রিস্তিয়ান রোমেরো ১৩ ডিফেন্ডার টটেনহ্যাম হটস্পার
এজিকিয়েল পালাসিওস ১৪ মিডফিল্ডার বেয়ার লেভারকুসেন
নিকোলাস গঞ্জালেস ১৫ ফরোয়ার্ড ফিওরেন্তিনা
হোয়াকিন কোরেয়া ১৬ ফরোয়ার্ড ইন্টার মিলান
আলেহান্দ্রো পাপু গোমেজ ১৭ মিডফিল্ডার সেভিয়া
গিদো রদ্রিগেজ ১৮ মিডফিল্ডার রিয়াল বেতিস
নিকোলাস ওতামেন্দি ১৯ ডিফেন্ডার বেনফিকা
আলেক্সিস মাক আলিস্তার ২০ মিডফিল্ডার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন
পাওলো দিবালা ২১ ফরোয়ার্ড এএস রোমা
লাউতারো মার্তিনেজ ২২ ফরোয়ার্ড ইন্টার মিলান
এমিলিয়ানো মার্তিনেজ ২৩ গোলরক্ষক অ্যাস্টন ভিলা
এঞ্জো ফার্নান্দেজ ২৪ মিডফিল্ডার বেনফিকা
লিসান্দ্রো মার্তিনেজ ২৫ ডিফেন্ডার ম্যানচেস্টার ইউনাইটেড
নাহুয়েল মলিনা ২৬ ডিফেন্ডার আতলেতিকো মাদ্রিদ

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago