মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২ নিবন্ধন শুরু

করোনা মহামারির কারণে ২ বছর বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

করোনা মহামারির কারণে ২ বছর বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২ আয়োজন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজ অমিকন এন্টারটেইনমেন্ট ও অর্গানাইজিং পার্টনার এশিয়াটিকের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

অতিথিদের মধ্যে ছিলেন অমিকন এন্টারটেইনমেন্ট ও অমিকন গ্রুপের চেয়ারম্যান মেহেদী হাসান, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নেভিল ফেরদৌস হাসান, এশিয়াটিক থ্রি সিক্সটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের এবং মাইন্ডশেয়ারের এমডি মোরশেদ আলম। 

দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেহেদী হাসান আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেন। এরপর প্রধান জুরি প্যানেলের সদস্য সাদিয়া ইসলাম মৌ ও সারা যাকেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। 

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সাবেক বিজয়ীরাও তাদের বিগত বছরগুলোর অভিজ্ঞতা প্রকাশ করেন। এ বছরের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২ প্রতিযোগিতার বিজয়ী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টেজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

ইতোমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। আগ্রহীরা মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফেসবুক পেজ বা অফিসিয়াল ওয়েবসাইট www.missworldbangladesh.com এ নিবন্ধন করতে পারবেন।

'বিউটি উইল পারপাজ' এ ভাবনাকে তুলে ধরতে ও মানুষের কল্যাণে কাজ করার চিন্তা থেকেই যাত্রা শুরু বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের। আর এরই ধারাবাহিকতায় চলে আসছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ।

এবারের প্রতিযোগিতায় খোঁজা হচ্ছে এমন নারীকে, যার আছে একক লক্ষ্য, অনন্য সৌন্দর্য এবং সারা বিশ্বে খুশির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রবল ইচ্ছা। যার উজ্জ্বলতায় পৃথিবী আলোকিত হবে, যার বুদ্ধিমত্তায় বিশ্ব বদলে যাবে ভালোর পথে।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

1h ago