বিশ্বকাপের আগে সতীর্থদের সতর্ক করলেন মার্কুইনহোস-রদ্রিগো

গোটা বিশ্বের নজর এখন কাতারে। ফুটবলের মহাযুদ্ধ শুরুর অপেক্ষায় সবাই। এবারেও শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। ফলে তাদের ভক্তরাও বুঁদ হয়ে আছে মিশন হেক্সার নেশায়। তার আগে ব্রাজিল ফুটবলারদের সতর্কবার্তা দিলেন দুই সেলেসাও তারকা রদ্রিগো ও মারকুইনহোস। নিজেদের সেরা ভাবাটা বিপদ বয়ে আনতে পারে বলেও মত দেন তারা।

কাগজে কলমে আসন্ন মহাযুদ্ধের অন্যতম ফেভারিট ব্রাজিল। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, অ্যান্তোনি, রাফিনহাদের তারকাখচিত আক্রমণভাগের নেতৃত্ব দেবেন সময়ের অন্যতম সেরা নেইমার জুনিয়র। তবে মাঠের খেলায় নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে না পারলে কোন কাজে আসবে না ফেভারিট তকমা। এমনটাই মনে করেন রদ্রিগো।

বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় ২১ বছর বয়সী এই উইঙ্গার বলেন, 'আমরা জানি আমাদের দারুণ একটি জাতীয় দল আছে, এটাও জানি আমরা ফেভারিটদের মধ্যে আছি। তবে সেখানে অন্য ভালো দলগুলোও আছে। মাঠে নেমে দেখাতে না পারলে নিজেদের ফেভারিট বলে কোন লাভ নেই। আমরা জানি সবাই তাদের ক্লাবের হয়ে ভালো ফর্মে ছিল ও সেজন্যই তারা এখানে এসেছে-অনেক ভালো খেলোয়াড়কেই নেওয়া হয়নি।'

তার সঙ্গে সুর মেলান প্যারিস সেইন্ট জার্মেই ডিফেন্ডার মার্কুইনহোসও, 'যদি আমরা ভাবি আমরা ফেভারিট, আমরাই সেরা, তাহলে আমরা সামনে এগোতে পারব না। আমরা দেখেছি বিষয়গুলো কেমন এই প্রতিযোগিতায় (বিশ্বকাপ), যেটা খুবই কঠিন।'

সবগুলো দলই ভারসাম্যপূর্ণ বলেও মত দেন অভিজ্ঞ এই সেন্টার ব্যাক, 'সব দলই প্রস্তুত ও খুবই ভারসাম্যপূর্ণ, তারা (প্রতিপক্ষদের) জীবন কঠিন করে তুলতে পারে। এটাই বিশ্বকাপ। এখানে এসে ভবিষ্যৎ নিয়ে কথা বলে লাভ নেই। আমাদের প্রথমে গ্রুপ পর্ব পার হতে হবে। তিনটা অত্যন্ত কঠিন খেলা হতে চলেছে এগুলো।'

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিল খেলবে 'জি' গ্রুপে। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেসাওরা।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

14m ago