বিশ্বকাপে ৪টি রেকর্ড ভাঙার হাতছানি রোনালদোর
'আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।' ক্যারিয়ারে অনেকবারই এমন কথা বলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর বলবেনই না কেন? রেকর্ড তো আর কম গড়েননি পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। মাঠে নামলেই যেন নতুন নতুন কীর্তি।
ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে তো বটেই। আর ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই এ মঞ্চেও রেকর্ড যেন হাতছানি দিয়ে ডাকছে রোনালদোকে। যে সকল রেকর্ড নিজের করে নিতে পারবেন রোনালদো, তা একবার চোখ বুলিয়ে দেখা যাক...
১) এখন পর্যন্ত ৪টি বিশ্বকাপে অংশ নিয়েছেন রোনালদো। কাতার বিশ্বকাপে অংশ নিলে একটি রেকর্ড স্পর্শ করবেন তিনি। পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে ইতালির জিয়ানলুইজি বুফন, মেক্সিকোর আন্তনিও কারবাহাল, জার্মানির লোথার ম্যাথিউজ ও মেক্সিকোর রাফায়েল মার্কুয়েজের পাশে নাম লেখাবেন এ পর্তুগিজ তারকা।
২) কাতারে টানা পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনালদো। আগের চার বিশ্বকাপের প্রতিটিতেই কমপক্ষে একটি করে গোল দেওয়ার রেকর্ড রয়েছে তার। তার মতো টানা চারটি বিশ্বকাপে গোল দেওয়ার রেকর্ড রয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এবং দুই জার্মান তারকা উই সিলার ও মিরাস্লাভ ক্লোসারও। এবার একটি গোল দিতে পারলেই তাদের সবাইকে টপকে রেকর্ডটা নিজের করে নিবেন রোনালদো।
৩) ২০০৬ বিশ্বকাপে ইরানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল দিয়ে শুরু রোনালদো। এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে গোল করেছেন ৭টি। আর তিনটি গোল করতে পারলেই নিজ দেশের সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি ইউসেবিও ছাড়িয়ে যাবেন তিনি। পর্তুগালের হয়ে ১৯৬৬ সালের বিশ্বকাপেই ৯টি গোল করেছিলেন ইউসেবিও।
৪) তবে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়া অবশ্যই কঠিন রোনালদোর জন্য। ৭টি গোল তার। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ডটি বর্তমানে জার্মানির মিরাস্লাভ ক্লোসার। ১৬টি গোল দিয়েছেন এ জার্মান ফরোয়ার্ড। তবে নামটা যেহেতু রোনালদো, যে কোনো কিছুই সম্ভব।
Comments