কোনো কিছুই স্থায়ী নয়: রোনালদোর ইউনাইটেড ছাড়া প্রসঙ্গে ফার্নান্দেজ 

নানা নাটকের পর অবশেষে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জানুয়ারিতে নতুন ক্লাব খুঁজতে হবে এ পর্তুগিজ তারকাকে। তবে তার এমন অনাকাঙ্ক্ষিত বিদায়ে সামান্য বিচলিত নন ক্লাব ও জাতীয় দলের সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় বলে জানান এ মিডফিল্ডার।

বিশ্বকাপ মিশনে জাতীয় দলের হয়ে খেলতে বর্তমানে কাতারে রয়েছেন রোনালদো ও ফার্নান্দেজ দুই জনই। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকান দল ঘানার মুখোমুখি হচ্ছে দলটি। সে ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে উঠে রোনালদোর ইউনাইটেড ছাড়ার প্রসঙ্গ। তবে বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টাই করেন ফার্নান্দেজ।

এই ঘটনায় কোনো অস্বস্তি কাজ করবে কি-না জানতে চাইলে এ মিডফিল্ডার বলেন, 'আমি অস্বস্তি বোধ করছি না। আমাকে কোন পক্ষ বেছে নিতে হবে না। তার সাথে খেলাটা একটি বিশেষত্বের বিষয়। আমরা জানি যে কোনো কিছুই চিরকাল স্থায়ী হয় না। যখন স্থায়ী ছিল তখন এটা ভালো ছিল।'

এদিকে ইউনাইটেড থেকে অধিনায়ক রোনালদোর বিদায় নিয়ে পর্তুগাল দলে কোনো প্রভাব পড়বে না বলেই জানান কোচ ফার্নান্দো সান্তোস, 'এটি এমন কিছু যা নিয়ে আলোচনাও হয়নি। এই আলোচনা এক মুহূর্তের জন্যও আসেনি, এমনকি তার কাছ থেকেও নয়।'

কিছু দিন আগে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব, সাবেক ও বর্তমান কোচ, এমনকি সাবকে বেশ কয়েকজন সতীর্থকে রীতিমতো ধুয়ে দেন রোনালদো। যে কারণে তারসঙ্গে চুক্তি ধরে রাখতে চাইছিল না ইউনাইটেড। সে দ্বন্দ্বের অবসান হয় গতকাল মঙ্গলবার। দুই পক্ষের সম্মতিতে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

23m ago