এবারও উন্নত সংস্কৃতির পরিচয় তুলে ধরল জাপান

Japan Fan

এই দৃশ্য দেখা গিয়েছিল রাশিয়া বিশ্বকাপেও। খেলা শেষে জাপানি দর্শকরা গ্যালারির আবর্জনা নিখুঁতভাবে সরিয়ে দিচ্ছেন, ড্রেসিংরুম ছাড়ার আগে ফুটবলারাও পরিচ্ছন্ন করে যাচ্ছেন সব কিছু। জার্মানিকে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর কাতারেও মিলল এমন ছবি। ফুটবল শৈলী দিয়ে প্রশংসা পাবার পর আরও একবার রুচির ছাপ রেখেও বাহবা পাচ্ছেন তারা।

বুধবার কাতারের আল রাইয়ান স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পায় জাপান। পিছিয়ে থেকেও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দেয় তারা। খেলার শেষ দিকে ৮ মিনিটের মধ্যে তাদের চোখ ধাঁধানো দুই গোল সাড়া ফেলে দিয়েছে দুনিয়া জুড়ে।

এই ম্যাচ দেখতে গ্যালারিতে ছিলেন কয়েক হাজার জাপানি সমর্থক। খেলা শেষের পর দেখা যায় তারা পলিথিনের ব্যাগে ভরে গ্যালারিতে পড়ে থাকা বিভিন্ন খাবারের প্যাকেট ও কৌটা সুন্দরভাবে তুলে সরিয়ে নিচ্ছেন।

স্কাই স্পোর্টস এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে লিখেছে, 'এটা দেখতে আপনি ভালবাসবেন। বিশ্বকাপে বিশাল জয় জয়ের পরও জাপানের ভক্তরা স্টেডিয়াম পরিষ্কার করার কাজটা নিশ্চিত করেছে।'

ইতালিয়ান ফুটবল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানো তার স্বীকৃত ফেসবুক পাতায় জাপানের ড্রেসিংরুমের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে একদম পরিচ্ছন্ন অবস্থা।

রোমানো লিখেছেন, 'জার্মানির সঙ্গে অবিশ্বাস্য জয়ের পর দাগবিহীন একটি ড্রেসিংরুম রেখে গেছে জাপান।'

জাতি হিসেবে জাপানিরা কর্মঠ বলে পরিচিত। অন্য কারো সাহায্য না নিয়ে তারা নিজের কাজ নিজেরাই করতে পছন্দ করে। প্রতিটি বড় আসরে নিজেদের এই সংস্কৃতির ছাপ রেখে যায় দেশটি।

Comments