আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসে ‘ফেয়ার প্লে’ পুরস্কার পেল ঢাবি

টুর্নামেন্টজুড়ে কোনো ম্যাচে একটিও ফাউল না করায় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসে ‘ফেয়ার প্লে’ পুরস্কার পেল ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের হাতে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

টুর্নামেন্টজুড়ে কোনো ম্যাচে একটিও ফাউল না করায় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

গতকাল বুধবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের হাতে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের হ্যান্ডবল ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩১-২২ গোলে পরাজিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

এছাড়া, অ্যাথলেটিকসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র বিভাগে দ্বিতীয়, ছাত্রী বিভাগে তৃতীয় এবং টেবিল টেনিসে তৃতীয় স্থান লাভ করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় 'বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ'এর ৩য় আসর।

আসরে ১২৫ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেয়।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

3h ago