মেসিকে হতাশ করতে চান ওচোয়া

নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। মেক্সিকো গোলশূন্য ড্র করে পোল্যান্ডের সঙ্গে। দ্বিতীয় রাউন্ডে যেতে দুই দলের জন্যই ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ।
Guillermo Ochoa & Lionel Messi

অনেকটা বাঁচা-মরার লড়াইয়ে শনিবার মেক্সিকোর বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি হারলে লিওনেল মেসিদের বিদায় নিশ্চিত, ড্র করলেও বেজে যাবে বিদায়ঘন্টা। এমন ম্যাচে মেসির সামনে বাধা হতে পারেন মেক্সিকোর গোলরক্ষক গিলার্মো ওচোয়া। মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিলেও তাকে হতাশ করতে মরিয়ে হয়ে আছেন তিনি।

নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। মেক্সিকো গোলশূন্য ড্র করে পোল্যান্ডের সঙ্গে। দ্বিতীয় রাউন্ডে যেতে দুই দলের জন্যই ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ।

এই ম্যাচে আর্জেন্টিনার জন্য যেমন সবচেয়ে ভরসার নাম মেসি, মেক্সিকোর সেই ভরসা ৩৭ পেরুনো কিপার ওচোয়া। বয়সের বিচারে ক্যারিয়ারে পড়তি সময় চলে এলেও পোল্যান্ডের বিপক্ষে রবার্ট লেভানদভস্কির পেনাল্টি ঠেকিয়ে তিনি জানিয়ে দেন তার ঝাঁজ।

মহারণের আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের সেরা খেলোয়াড় নিয়ে শ্রদ্ধা ঝরে ওচোয়ার কণ্ঠে, 'মেসির মধ্যে জাদু আছে, মনে হবে সে  কিছুই করছে না হুট করে সব কিছু আবার বদলে দেবে।'

'এটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। একদম সহজ হবে না। মেসি যদি বিশ্বসেরা নাও হয়, সে সেরাদের একজন। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কী হতে পারে।'

তবে বিশ্ব সেরাদের একজন সেই মেসিকে নিজেদের বিপক্ষে সেরাটা খেলতে দিতে চান না ওচোয়া। গোলমুখে অতন্দ্র প্রহরী হয়ে তাকে করতে চান হতাশ।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ড্র করতে পারলেও আশা টিকে থাকবে মেক্সিকোর। হেরে গেলে পড়তে হবে কঠিন সমীকরণের মারপ্যাঁচে। ওচোয়া সাহস করেই বললেন, কঠিন প্রতিপক্ষকে হারাতে আত্মবিশ্বাসী তারা,  'আমি কখনো বলব না এরা কঠিন তাই এদের বিপক্ষে খেলতে চাই না। আমি বরং তাদের বিপক্ষে খেলতে চাই। এবং তাদের হারাতে চাই।'

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

Comments

The Daily Star  | English

Met office issues 48-hour heat alert

Bangladesh Meteorological Department (BMD) today issued a countrywide heat alert for 48 hours starting this evening

56m ago