নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

মো. সবুজ। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. সবুজ (৩০) নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা দ্য ডেইলি স্টারকে জানান, আহত সবুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সবুজ ডেমরা থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

নরসিংদী শিবপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নুর উদ্দিন বলেন, 'সকাল ৯টায় শিবপুরের বড়ইতলা থেকে ঢাকায় যাওয়ার পথে কারার চরে মদিনা ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।'

মো. ফারুক বলেন, 'সবুজের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিনা ময়নাতদন্তে গ্রহণ করার জন্য আবেদন করেছি। আবেদন মঞ্জুর হলে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'

Comments

The Daily Star  | English
Rice_market

Development is not just about macroeconomic progress

Do macroeconomic concepts reflect the realities on the ground?

13h ago