বিশ্বকাপে গোল করে স্বপ্ন সত্যি করলেন আর্জেন্টিনার এঞ্জো

ছবি: এএফপি

পর্তুগালের ক্লাব বেনফিকায় সময়টা দুর্দান্ত কাটছে এঞ্জো ফার্নান্দেজের। সেই ফর্ম জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতেও টেনে আনলেন তিনি। মেক্সিকোর বিপক্ষে দলের বাঁচা-মরার ম্যাচে গোল করে স্বপ্ন পূরণ করলেন তরুণ মিডফিল্ডার।

লুসাইল স্টেডিয়ামে শনিবার রাতে কাতার বিশ্বকাপের 'সি' গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ফেভারিট আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নজরকাড়া এক লক্ষ্যভেদের পর এঞ্জোর গোলেও অবদান রাখেন তাদের অধিনায়ক লিওনেল মেসি। এই জয়ে আসরে টিকে রইল আগের ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়া আলবিসেলেস্তেরা।

আক্রমণে গতি আনতে বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে এঞ্জোকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। প্রয়োজনের সময়ে দারুণ পারফরম্যান্স দেখান ২১ বছর বয়সী তারকা। ৬৪তম মিনিটে মেসির জাদুকরী গোলের পর ৮৭তম মিনিটে তিনি নিশানা ভেদ করে দূর করে দেন সমস্ত অনিশ্চয়তা। তাতে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বাম প্রান্তে ছোট করে নেওয়া কর্নারের পর মেসি বল বাড়ান এঞ্জোকে। ডি-বক্সে ঢুকে পায়ের কারুকাজে সামনে থাকা মেক্সিকোর এক ডিফেন্ডারকে বোকা বানান। এরপর নেন জোরালো বাঁকানো শট তিনি। বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। উৎসবে মাতোয়ারা হয় আর্জেন্টিনা।

দেয়ালে পিঠ ঠেকা অবস্থায় স্বস্তির জয়ের পর গণমাধ্যমকে এঞ্জো জানান শৈশবের লালিত স্বপ্ন পূরণের গল্প, 'শিশুকাল থেকেই আমি সবসময় এই জার্সিতে খেলার স্বপ্ন দেখতাম। আজ (শনিবার) আমি বিশ্বকাপে একটা গোল করে আমার স্বপ্ন সত্যি করলাম।'

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ে উচ্ছ্বসিত ফুটবলার স্মরণ করেন ভক্ত-সমর্থকদের, 'আজকের সাফল্যে আমি খুবই খুশি। এই দলের এটা প্রাপ্য ছিল। এই জয় সকল ভক্তের জন্য, যারা অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছে এবং যারা দেশ থেকে আমাদের অনুসরণ করছে।'

আন্তর্জাতিক ফুটবলে এটাই এঞ্জোর প্রথম গোল। মেসির পর সবচেয়ে কম বয়সে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল করলেন তিনি। তার লাগল ২১ বছর ৩১৩ দিন। ২০০৬ সালের আসরে সার্বিয়ার বিপক্ষে মেসি জাল খুঁজে পেয়েছিলেন মাত্র ১৮ বছর ৩৫৭ দিন বয়সে।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

5h ago