বেলজিয়াম বনাম মরক্কো: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

কানাডাকে হারিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বেলজিয়াম। অন্যদিকে প্রথম ম্যাচে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে রুখে দিয়েছে মরক্কোও। তবে কাগজে কলমে ও শক্তির বিচারে ঢের এগিয়ে এডেন হ্যাজার্ডের দল।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

রোববার, ২৭ নভেম্বর, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা

কোথায়?

আল থুমামা স্টেডিয়াম

নজরে থাকবেন যারা

প্রথম ম্যাচে গোল করে মিচি বাতশুয়াইয়ের মরক্কোর বিপক্ষেও পালন করতে হতে পারে দলকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব। পাশাপাশি হ্যাজার্ড-ডি ব্রুইনাদের ঝলক দেখারও প্রত্যাশায় থাকবেন ভক্তরা। গোলবারে আরও একবার ক্লিনশিট রাখার সব সামর্থ্যই আছে থিবো কর্তোয়ার।

মরক্কোর সাফল্যের জন্য হাকিম জিয়েশ, আশরাফ হাকিমিকে আবারও ঝাঁপিয়ে পড়তে সুযোগ তৈরিতে। অন্যদিকে, ইউসেফ এন-নেসিরি-সোফিয়ান বোফালদের ফিনিশিং হতে হবে নিঁখুত।

সম্ভাব্য লাইন আপ

বেলজিয়াম: (৩-৪-২-১): কর্তোয়া (গোলরক্ষক), ভেরটনগেন, অ্যাল্ডারভেইরাল্ড, ডেনডনকার, মুনিয়ের, ওনানা, ভিটসেল, কাস্টাগনে, ডি-ব্রুইনা, হ্যাজার্ড, বাতশুয়াই 

মরক্কো: (৪-৩-৩) বুনো (গোলরক্ষক), আগুয়ের্ড, হাকিমি, আত্তিয়াত আল্লাহ, সাইস, আমাল্লাহ, আমরাবাত, ওনাহি, বোফাল, এন-নেসিরি, জিয়েশ

প্রেডিকশন

র‍্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে বেলজিয়াম। তবে কাতার বিশ্বকাপে 'অঘটন' ঘটাটা কেবল সময়ের ব্যাপার। 

সম্ভাব্য স্কোর:

বেলজিয়াম ১-১ মরক্কো

অন্যান্য পরিসংখ্যান

১) বিশ্বকাপে এর আগে ১৯৯৪ সালে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও মরক্কো। সে ম্যাচে জিতেছিল বেলজিয়াম।

২) সবমিলিয়ে চতুর্থবারের মতো লড়াই করতে যাচ্ছে বেলজিয়াম ও মরক্কো। যেখানে দুটি জয় বেলজিয়ামের, একটি মরক্কোর। 

৩) রেড ডেভিলরা বিশ্বকাপের শেষ আটটি গ্রুপ-পর্বের ম্যাচ জিতেছে। যার ব্রাজিলের (১৯৮৬-১৯৯৪ এবং ২০০২-২০১০) গড়া রেকর্ডের সমান।

৪) মরক্কো তাদের ১৭টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে (ছয়টি ড্র ও নয়টি হার)। তারা ১৯৮৬ সালে (পর্তুগালের বিপক্ষে ৩-১) এবং ১৯৯৮ সালে (স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০) গ্রুপ পর্বে জয় পেয়েছিল।

৫) মেক্সিকোতে ১৯৮৬ বিশ্বকাপে শুধুমাত্র নকআউট পর্বে পৌঁছাতে পেরেছিল মরক্কো।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

"No meeting has happened of the National Command Authority, nor is any such meeting scheduled," he told ARY TV.

16m ago