ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

দক্ষিণ কোরিয়া বনাম ঘানা

দক্ষিণ কোরিয়া এশিয়ার সবচেয়ে ধারাবাহিক দল। উরুগুয়ের বিপক্ষে সমান তালেই লড়াই করেছে। অন্যদিকে আফ্রিকান দল ঘানা সবসময়ই শক্ত প্রতিপক্ষ। আগের ম্যাচে পর্তুগালের কাছে হারলেও দারুণ লড়াই করেছে। আমি আজকেও দুই দলের মধ্যে কঠিন লড়াই আশা করছি। ড্র হতে পারে ম্যাচের ফলাফল।

ক্যামেরুন বনাম সার্বিয়া

দুই দলই প্রথম ম্যাচ হেরেছে। সুইজারল্যান্ডের সঙ্গে লড়াই করে হারে ক্যামেরুন। ফিনিশিংয়ে দুর্বলতা না থাকলে গোল পেতে পারতো ওরাও। সার্বিয়া বেশ শক্তিশালী। আর ম্যাচটা তারা হেরেছে ব্রাজিলের বিপক্ষে। তাই এ ম্যাচে ঘুরে দাঁড়াবে বলে আশা করছি। আমার মনে হয় শেষ পর্যন্ত ইউরোপিয়ান দলটিই জিতবে।

পর্তুগাল বনাম উরুগুয়ে

কঠিন একটি ম্যাচ দেখতে পারবো আমরা। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল দারুণ শক্তিশালী একটি দল। প্রতিটি বিভাগেই দারুণ সব খেলোয়াড় ওদের। অন্যদিকে উরুগুয়েও বেশ শক্তিশালী। আগের ম্যাচে অবশ্য ফরোয়ার্ড গোল বের করতে পারেনি। ফরোয়ার্ড জ্বলে উঠলে ভুগতে হবে পর্তুগালকে। আমার মনে হয় ম্যাচটা সমানে সমান হবে।

ব্রাজিল বনাম সুইজারল্যান্ড

ব্রাজিল প্রথম ম্যাচে দেখিয়েছে কেন তারা এবারের ফেভারিট দল এবং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে। যদিও এ ম্যাচে নেইমার নেই, কিন্তু ওদের ভালো বিকল্প রয়েছে। আশা করছি কোনো প্রভাব পড়বে না ম্যাচে। সুইজারল্যান্ড ভালো দল। যেভাবে অঘটন হচ্ছে তাতে সুইসরা চমকেও দিতে পারে। তারপরও আমার মনে হচ্ছে ম্যাচটা জিতবে ব্রাজিলই।  

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

More than 100 students were injured, with about 20 in critical condition sent to Chattogram Medical College Hospital

7m ago