গত বিশ্বকাপের চেয়ে এবার 'ভালো বিকল্প' রয়েছে ব্রাজিলের

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপ মাঠে গড়ানোর অনেক আগে থেকেই ষষ্ঠ শিরোপার স্বপ্নে বিভোর হয়ে আছেন ব্রাজিল ভক্তরা। ফুটবলের মহাযজ্ঞের সবশেষ চার আসরেও একই আশায় বুক বেঁধেছিলেন তারা। কিন্তু প্রতিবারই হতাশ হতে হয় তাদের। গত রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় তারা। তবে সেলেসাও তারকা কাসেমিরোর মতে, ২০১৮ সালের আসরের তুলনায় এবার ব্রাজিলের হাতে থাকা বিকল্পগুলো আরও ভালো।

সোমবার রাতে কাতার বিশ্বকাপের 'জি' গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায় নেইমারহীন ব্রাজিল। ৮৩তম মিনিটে গোল করে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন কাসেমিরো। এটা বিশ্বকাপে সুইসদের বিপক্ষে সেলেসাওদের প্রথম জয়। এতে শিরোপাধারী ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে চলতি আসরের শেষ ষোলো নিশ্চিত করে তিতের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ ব্যবধানে পরাস্ত করে তারা। ফলে দুই ম্যাচে তাদের অর্জন পূর্ণ ৬ পয়েন্ট।

কাতারের মাটিতে শিরোপা জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট ব্রাজিল। আর ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরোর মতে, দলটির এবারের স্কোয়াড আগের বিশ্বকাপের চেয়ে শক্তিশালী। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'চার বছর কেটে গেছে, নতুন খেলোয়াড়রা এসেছে। চলতি বছর আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে, আমদের বেছে নেওয়ার জন্য আরও বেশি (বিকল্প খেলোয়াড়) আছে। দল না বদলেই আমরা আমাদের খেলার ধরন বদলে ফেলতে পারি।'

এবারের বিশ্বকাপে রদ্রিগো, আন্তোনি, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরদের মতো তারকারা সমৃদ্ধ করছেন ব্রাজিলের বেঞ্চ। সেদিকে ইঙ্গিত করে ৩০ বছর বয়সী তারকা বলেন, 'যদি আমরা (ম্যাচ চলাকালে) খেলোয়াড় বদল করি, আমাদের হাতে আরও বেশি বিকল্প থাকছে। কোনো সন্দেহ নেই সেগুলো ২০১৮ সালের বিকল্পগুলোর চেয়ে অনেক বেশি। এটা শুধু সময়ে ব্যবধান ও আমরা পরিণত হয়েছি এই কারণে নয়।'

কাসেমিরো যোগ করেন, 'আমাদের এমন সব ডিফেন্ডার রয়েছে যারা আরও অনেক বেশি অভিজ্ঞ। আরও একটি ম্যাচ আমরা (গোল) হজম না করে পার করলাম। (এই প্রক্রিয়া) এটা (গোলরক্ষক) অ্যালিসন নয়, রক্ষণ নয়, এটা উপরে (আক্রমণভাগে) রিচার্লিসন থেকেই শুরু হয়।'

২০১০ বিশ্বকাপের পর এবারই প্রথম গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। ঘরের মাঠে ২০১৪ আসরে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে ৭-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। সবশেষ রাশিয়া বিশ্বকাপেও আলোর মুখ দেখেনি সেলেসাওদের 'হেক্সা' জয়ের স্বপ্ন। শেষ আটে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

1h ago