কাতার বিশ্বকাপ: কারা আছেন গোল্ডেন বুটের লড়াইয়ে?

রোমাঞ্চকর গ্রুপ পর্ব শেষে শুরু হয়েছে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব। প্রথম থেকেই ছিল না উত্তেজনার কোন কমতি, ঘটেছে একের পর এক অঘটন। প্রথম রাউন্ড শেষ শিরোপার দৌড়ে আছে ষোলোটি দল। তিন গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন আলভারো মোরাতা, কডি গাকপো, কিলিয়ান এমবাপে ও মার্কাস রাশফোর্ড।

গাকপো

২৩ বছর বয়সী নেদারল্যান্ডসের তরুণ ফরোয়ার্ড গাকপো তিন গোল করে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে। গ্রুপ পর্বের সবকটি ম্যাচেই জাল খুঁজে নিয়েছেন তিনি। শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ডাচরা জয় পেলে সর্বোচ্চ গোলাদাতাদের লড়াইয়ে টিকে থাকবেন পিএসভি ফরোয়ার্ড।

এমবাপে

২০১৮ বিশ্বকাপের ফর্ম যেন কাতারেও সঙ্গে করে নিয়ে এসেছেন ফরাসি তারকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে জাল খুঁজে না পেলেও প্রথম দুই ম্যাচে গোল পেয়েছিলেন এমবাপে। রোববার পোল্যান্ডের বিপক্ষে নকআউটের ম্যাচে আরও একবার জালের সন্ধানে থাকবেন পিএসজি তারকা।

মোরাতা

স্প্যানিশ ফরোয়ার্ডের ফিনিশিং নিয়ে অনেকসময় সমালোচনা হলেও মরুর বুকে নিজেকে নতুনভাবে চেনাচ্ছেন তিনি। লা ফুরিয়া রোজাদের হয়ে গ্রুপ পর্বের সব ম্যাচেই করেছেন গোল। আগামী ছয় ডিসেম্বর মরক্কো-স্পেন শেষ ষোলোর ম্যাচে কোন অঘটন না ঘটলে, গোল্ডেন বুটের স্বপ্ন দেখতেই পারেন মোরাতা।

রাশফোর্ড

ইংলিশ গতিদানব কাতারে কেমন করবেন তা নিয়ে আসর শুরুর আগে হচ্ছিল অনেক জল্পনা-কল্পনাই। তবে ইরানের বিপক্ষে প্রথম ম্যাচেই সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন ইউনাইটেড তারকা। এরপর ওয়েলসের বিপক্ষে করেন জোড়া গোল। ফলে থ্রি লায়ন্সরা নকআউটে সেনেগাল বাধা পার করতে পারলে সম্ভাবনা থাকবে রাশফোর্ডেরও। 

এছাড়া আরও ১৮ জন খেলোয়াড় রয়েছে যারা গোল দিয়েছেন দুটি করে। এ তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি, স্পেনের ফেরান তোরেস, ফ্রান্সের অলিভার জিরুদ, ব্রাজিলের রিচার্লিসন, পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ, ইংল্যান্ডের বুকোয়া সাকা, ঘানার মোহামেদ কুদুসদের মতো খেলোয়াড়ও রয়েছেন।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

9m ago