সবাইকে শান্ত থাকার আহ্বান পেলের

Pele

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম 'ফোলহা ডে সাও পাওলো'র বরাতে ছড়িয়ে পরে খবরটি। কেমোথেরাপিও কাজ করছে না ফুটবল কিংবদন্তি পেলের শরীরে। রাখা হয়েছে 'প্যালিয়াটিভ কেয়ার' ইউনিটে। তবে পরিস্থিতি এতোটা জটিল হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি সামাজিকমাধ্যমে নিজের পরিস্থিতির কথা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান পেলে নিজেও।

গত মঙ্গলবার হৃৎযন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। আগের দিন নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে পেলের যে চিকিৎসা চলছে, তাতে ভালোভাবেই সাড়া দিচ্ছেন ফুটবল কিংবদন্তি। গত ২৪ ঘণ্টায় শারীরিক অবস্থার অবনতি হয়নি তার।

পরে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থার কথা জানিয়ে পেলে লিখেছেন, 'আমার বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুন। আমি শক্তিশালী, অনেক আশা নিয়ে আছি এবং যথারীতি আমার চিকিৎসা অনুসরণ করছি। যে যত্ন পেয়েছি তার জন্য আমি পুরো মেডিকেল এবং নার্সিং টিমকে ধন্যবাদ জানাতে চাই।' 

'সৃষ্টিকর্তার ওপর আমার অনেক বিশ্বাস রয়েছে। পুরো বিশ্বে সবার কাছ থেকে প্রাপ্ত ভালোবাসার প্রতিটি বার্তা আমাকে শক্তিতে পূর্ণ করেছে। বিশ্বকাপে ব্রাজিলকেও দেখছি। সব কিছুর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ,' যোগ করেন এ কিংবদন্তি।

বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত পেলের গত বছরের সেপ্টেম্বরে মাসে অস্ত্রোপচার করা হয়েছিল। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর বাড়ি ফেরেন। তবে সমস্যার সমাধান পুরোপুরি হয়নি তার। এরপর থেকেই কেমোথেরাপি চলছে তার।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago