অনেকদিন মনে রাখার মতো এক ক্যাচ

Shakib Al Hasan & Liton Das
দুর্দান্ত ক্যাচের পর লিটনকে জড়িয়ে ধরলেন সাকিব। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

বিরাট কোহলি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না! কী হয়ে গেল? তারপরই তাকে হাঁটা ধরতে হলো ড্রেসিং রুমের দিকে। সাকিব আল হাসানের বলে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে নিজের অধিনায়কত্বের অভিষেক করলেন লিটন দাস।

ইনিংসের একাদশ ওভারের ঘটনা। এক বল আগেই দারুণ আর্ম ডেলিভারিতে রোহিত শর্মাকে বোল্ড করে দিয়েছিলেন সাকিব। চাঙ্গা হওয়া বাংলাদেশ দল এক বল পরই মাতে বুনো উল্লাসে।

সাকিবের বলে ড্রাইভ করেছিলেন কোহলি। কাভারে দাঁড়ানো অধিনায়ক লিটন ডান দিকে ঝাঁপিয়ে ছোবল মেরে হাতে জমান চোখ ধাঁধানো ক্যাচ। টস হেরে খেলতে নেমে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত।

চাপে থাকা দলকে অবশ্য টেনে তোলার চেষ্টা করছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ভারতের রান ৩ উইকেটে ৭৯।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

2h ago