সাভারে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না কাল

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

তিতাস গ্যাসের পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য সাভারের বিভিন্ন এলাকায় আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ রোববার সকালে জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় তিতাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিতাস গ্যাসের পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য সোমবার (৫ ডিসেম্বর) সাভারের জাহাঙ্গীরনগর, সাভার ক্যান্টনমেন্ট, চামড়া শিল্পনগরী এলাকা, পাবলিক সার্ভিস ট্রেইনিং সেন্টারসহ আঞ্চলিক বিপণন অফিস (জেবিঅ) সাভারের আওতাধীন এলাকার সব গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

‌তিতাসের সাভার জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাভারের ব্যাংকটাউন এলাকায় নদীর তলদেশে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলবে। সে কারণে আগামীকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা সাভারের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

‘No vote’ option: EC proposes amendments to RPO

Commission moves to expand law enforcement role in proposed RPO amendments

11m ago