সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগাভগি করে আনন্দিত মেসি

ছবি: এএফপি

হাজারতম ম্যাচ খেলতে নেমে লিওনেল মেসি স্পর্শ করলেন ব্যক্তিগত মাইলফলকও। বিশ্বকাপের নকআউট পর্বে এতদিন কোনো গোল ছিল না লা পুল্গার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ঘোচালেন সেই আক্ষেপ, জয় দিয়ে শেষ আটে উঠল আর্জেন্টিনাও। ম্যাচশেষে ক্ষুদে জাদুকর জানালেন, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দলকে সমর্থন যোগাতে আসা ভক্তদের সঙ্গে এমন মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরে আনন্দিত তিনি।

শনিবার রাতে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে প্রথম গোলটি করেন মেসিই। দ্বিতীয় সাফল্য এনে দেন হুলিয়ান আলভারেজ। এঞ্জো ফার্নান্দেজের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে সকারুরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সমর্থকদের উদ্দেশ্যে মেসি বলেন, 'আমি খুবই আনন্দিত এই সুন্দর মুহূর্তগুলো সকল ভক্তের সঙ্গে ভাগাভাগি করে নিতে পেরে। আমি জানি প্রতি ম্যাচে এখানে (কাতারে) আমাদের সঙ্গে থাকতে তারা কতটা কষ্ট করেছে। সমগ্র আর্জেন্টিনাই এখানে থাকতে চাইত।'

নিজ দেশের ফুটবল ভক্তদের সঙ্গে আবার মিলিত হওয়ার জন্য তর সইছে না আলবিসেলেস্তে অধিনায়কের, 'ভক্তদের সঙ্গে আমাদের যে বন্ধন সেটা সুন্দর কিছু এবং জাতীয় দলের এমনই হওয়া উচিত। আমরা রোমাঞ্চিত ও অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মানুষগুলোর সঙ্গে আবার মিলিত হওয়ার জন্য। যে আবেগ ও শক্তি তারা ছড়িয়ে দেয়, সেটা অবিশ্বাস্য।'

আগামী ১০ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবেন শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা। সেই ম্যাচেও জয় তুলে নিয়ে আবেগী ভক্তদের ফের আনন্দে ভাসাতে চাইবেন মেসিরা, সেটা বলাই বাহুল্য।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

3h ago