রোনালদোকে সামলাতে 'কোনো সমস্যাই হয়নি' আনচেলত্তির

গৌরবময় ক্যারিয়ারের শেষভাগে এসে বারবারই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পড়তি ফর্ম থেকে শুরু করে মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন নেতিবাচক ঘটনায় বারবারই শিরোনাম হচ্ছেন পর্তুগিজ মহাতারকা। কোচদের জন্যও নাকি সমস্যার সৃষ্টি করেন সিআর সেভেন, ডালপালা মেলেছে এমন গুঞ্জনও। এবার রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানালেন, তার অধীনে থাকাকালীন উল্টো তার সমস্যা সমাধান করে দিতেন রোনালদো।

গৌরবময় ক্যারিয়ারের শেষভাগে এসে বারবারই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পড়তি ফর্ম থেকে শুরু করে মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন নেতিবাচক ঘটনায় বারবারই শিরোনাম হচ্ছেন পর্তুগিজ মহাতারকা। কোচদের জন্যও নাকি সমস্যার সৃষ্টি করেন সিআর সেভেন, ডালপালা মেলেছে এমন গুঞ্জনও। এবার রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানালেন, তার অধীনে থাকাকালীন উল্টো তার সমস্যা সমাধান করে দিতেন রোনালদো।

মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে ঠাই হয়নি রোনালদোর। এরপর স্প্যানিশ গণমাধ্যম মার্কাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানায়, পরদিন কোচ ফার্নান্দো সান্তোসের দলীয় অনুশীলনে নাকি অনুপস্থিত ছিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল তারকা। এতে আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে রোনালদোকে কেন্দ্র করে। তবে পর্তুগিজ তারকাকে সামলাতে কখনোই কোনো বেগ পেতে হয়নি বলে জানিয়েছেন রিয়ালে তাকে কোচিং করানো আনচেলত্তি।

২০১৩-২০১৫ সময়কালে লস ব্লাঙ্কোদের ম্যানেজার পদে দায়িত্ব পালন করেছিলেন ইতালিয়ান কোচ। বৃহস্পতিবার স্বদেশী গণমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তকে আনচেলত্তি বলেন, 'আমি দুই বছর তাকে পেয়েছিলাম, কোনো সমস্যাই হয়নি। বরং সে আমার জন্য সেগুলো (সমস্যা) সমাধান করে দিত। যে প্রতি খেলায় অন্তত একটা গোল করে, সে কি সমস্যা হতে পারে?'

রোনালদো দলের জন্য ভালো কিছু বয়ে আনে বলেই বিশ্বাস ৬৩ বছর বয়সী এই কোচের, 'ক্রিস্তিয়ানো খুবই ভালোমতো অনুশীলন করে। সে সকল বিষয়েই মনোযোগ দেয়, আমার জন্য তাকে সামলানো খুবই সহজ ছিল। সে একজন ব্যতিক্রমী খেলোয়াড়। আমার অধীনে সে আরও ১০০টি ম্যাচ খেললে ১০০টিরও বেশি গোল করত। যে প্রতি বছরই ৫০টি গোল করে সে এমনই যে দলের জন্য ভালো কিছু করে।'     

৩৭ বছর বয়সী রোনালদো আর কতদিন খেলা চালিয়ে যাবেন সেই প্রশ্ন অনেকদিন ধরেই উঁকি দিচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। কেউ কেউ বলছেন কাতারই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। এ নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, 'আমি জানি না। সম্ভবত সে এখনও ২০ বছর বয়সী কারও মতোই অনুভব করে কারণ সে ভালোই আছে। সে যে উত্তরটা খোঁজে সেটাই তার শরীর থেকে পায়।'

বিশ্বকাপ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে আগামী শনিবার শেষ ষোলোর ম্যাচে মরক্কোকে হারাতে হবে পর্তুগালকে। এদিকে সুইসদের বিপক্ষে রোনালদোর বদলে সুযোগ পাওয়া গনসালো রামোস করেছেন হ্যাটট্রিক। ফলে মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে ফিরবেন কিনা সিআর সেভেন -সেটাই এখন বড় প্রশ্ন।

Comments

The Daily Star  | English

Jashore records year's highest temperature at 43.8°C

The year's highest temperature of 43.8 degrees Celsius was recorded in the southwestern district of Jashore this afternoon

38m ago