বীর উত্তম শামসুল আলম তালুকদার মারা গেছেন

বীর উত্তম শামসুল আলম তালুকদার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ও বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শামসুল আলম তালুকদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

শামসুল আলম তালুকদারের ছেলে হাসিবুল আলম তালুকদার দ্য ডেইলি স্টার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাধীনতার পদক প্রদান করেন। তিনি ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বিমানবাহিনীর বিমান দিয়ে প্রথমবার পাকিস্তানিদের বিরুদ্ধে সফল হামলা চালান। এছাড়াও তিনি এক সহযোগীকে নিয়ে চট্টগ্রামের উপকূল রেখা-বরাবর ইস্টার্ন রিফাইনারির তেলের  ডিপোতে আক্রমণ করেন।

তার মৃত্যুতে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আসম ফিরোজ, বাউফল উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শামসুল আলম মিয়া শোক প্রকাশ করেন।

কনফিডেন্স গ্রুপের সাবেক চেয়ারম্যানও ছিলেন শামসুল আলম তালুকদার।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

2h ago