মদ্রিচকে 'নিষ্ক্রিয়' রাখার দায়িত্ব কাসেমিরোকে দেবেন ভিনিসিয়ুস

ছবি: এএফপি

ক্লাব রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার সুবাদে লুকা মদ্রিচ প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটা ভালোভাবে জানা ভিনিসিয়ুস জুনিয়রের। এবার জাতীয় দলের জার্সিতে একে অপরের মুখোমুখি হওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পাশাপাশি মদ্রিচকে খোলসবন্দি করে রাখার দায়িত্ব সতীর্থ মিডফিল্ডার কাসেমিরোর ওপর ছেড়ে দিতে চান তিনি।

কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্রোয়েশিয়া। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত নয়টায়।

স্প্যানিশ পরাশক্তি রিয়ালে কাঁধে কাঁধে মিলিয়ে খেলেছেন মদ্রিচ, কাসেমিরো ও ভিনিসিয়ুস। চলতি মৌসুমের শুরুতে কাসেমিরো সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে পাড়ি জমান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তিনি ২০১৩-১৪ মৌসুমে যোগ দিয়েছিলেন রিয়ালে। এর আগের মৌসুম থেকে লস ব্লাঙ্কোদের হয়ে খেলছেন ব্যালন ডি'অর জয়ী ক্রোয়াট মিডফিল্ডার মদ্রিচ। প্রায় এক দশক একই ক্লাবে একসঙ্গে খেলায় মাঝমাঠে তার কার্যকারিতা সম্পর্কে ভালমতো অবগত আছেন কাসেমিরো।

ছবি: এএফপি

ক্রোয়শিয়ার বিপক্ষে মাঠে নামার আগে গণমাধ্যমের কাছে মদ্রিচের প্রশংসায় মাতেন ভিনিসিয়ুস, 'মদ্রিচ দারুণ একজন খেলোয়াড়। মাঠ ও মাঠের বাইরের অনেক কিছু তিনি আমাকে শিখিয়েছেন। আমি খুব খুশি যে তাকে চিনি এবং প্রতিদিন তাকে দেখতে পাই। তিনি কেবল দুর্দান্ত একজন খেলোয়াড়ই নন, অসাধারণ একজন ব্যক্তিও। শুধু আমার একার জন্যই নয়, রদ্রিগো, (এদার) মিলিতাওয়ের জন্যও তিনি সবকিছু করেন। তিনি সব সময় আমাদের মতো তরুণ খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করেন।'

মদ্রিচকে আটকানোর কাজটা কাসেমিরো দারুণভাবে করতে পারবেন বলে মনে করেন তিনি, 'তার বিপক্ষে খেলার বিষয়ে বলতে গেলে, আমি সব সময় সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পছন্দ করি। মদ্রিচের বিপক্ষে খেলাটা বিশেষ কিছু হতে চলেছে। তাকে নিষ্ক্রিয় রাখার ব্যাপারে বলতে গেলে, সেটা আমি কাসেমিরোর ওপর ছেড়ে দেব, কারণ তিনি আমার চেয়ে কাজটা ভালো করতে পারেন। তিনি মদ্রিচকে খুব ভালোভাবে চেনেন, কারণ তারা লম্বা সময় একসঙ্গে খেলেছেন।'

উল্লেখ্য, ক্রোয়েশিয়ার বিপক্ষে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনবারই জিতেছে ব্রাজিল। ড্র হয়েছে বাকিটি। ফলে পরিসংখ্যানে এগিয়ে থাকার সুখানুভূতি নিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামতে পারেন ভিনিসিয়ুস-কাসেমিরোরা।

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake was at a depth of 10 km (6.21 miles), GFZ said.

2h ago