শেষ ওয়ানডেতে কুলদীপ যাদবকে দলে নিল ভারত

Kuldeep Yadav

অধিনায়ক রোহিত শর্মাসহ তিনজন চোটে পড়ে ছিটকে যাওয়ায় শেষ ম্যাচে একাদশ সাজানো নিয়েই চিন্তায় ছিল ভারত। সিরিজ হারলেও অন্তত সান্ত্বনায় জয়ের খোঁজে বাঁহাতি রিষ্ট স্পিনার কুলদীপ যাদবকে দলে নিয়েছে তারা।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, দলে তিনটি চোট সমস্যা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে টেস্ট স্কোয়াডে থাকা কুলদীপ যুক্ত করা হয়েছে ওয়ানডে দলেও। এই বাঁহাতি স্পিনারসহ ওয়ানডে স্কোয়াডে সফরকারীদের সদস্য সংখ্যা হলো ১৪ জন।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান রোহিত। পরে তাকে হাসপাতালে নিয়ে দিতে হয় সেলাই। চোট নিয়ে তিনি মাঠে থাকতে পারেননি খেলার বেশিরভাগ সময়। একদম শেষ দিকে দলের প্রয়োজনে ব্যাট করতে নেমে খেলেন ২৮ বলে ৫১ রানের ইনিংস। তবু দলকে জেতাতে পারেননি।

চোটের অবস্থা বুঝতে বৃহস্পতিবারই মুম্বাই ফিরে গেছেন ভারত অধিনায়ক। তিনি টেস্ট খেলতে পারবেন কিনা তা এখনো জানা যায়নি।

এদিকে ঐ ম্যাচেই পেশির টানে ৩ ওভারের পর আর বল করতে পারেননি পেসার দীপক চাহার। তিনিও ছিটকে যান শেষ ওয়ানডে থেকে। পীঠের চোটের আক্রান্ত হয়ে তার সঙ্গে দেশে ফিরে গেছেন এই সিরিজেই অভিষেক হওয়া পেসার কুলদীপ সেনও।

ঢাকায় প্রথম দুই ম্যাচ জিতে এরমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার চট্টগ্রামে দুই দল মুখোমুখি হবে শেষ ম্যাচে। 

ওয়ানডে সিরিজের ভারতীয় স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (ভারপ্রাপ্ত অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার ও কুলদীপ সেন, কুলদীপ যাদব।

Comments

The Daily Star  | English
LDC graduation

Graduation or deferral: Is Bangladesh ready for the post-LDC era?

It now needs to be decided whether Bangladesh should actively pursue a deferral of LDC graduation.

6h ago