সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেল ‘সায়মন বিচ রিসোর্ট’

সায়মন বিচ রিসোর্ট
চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভ্যাট কমিশনারেট আয়োজিত ভ্যাট দিবসের সেমিনারে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেলের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ভ্যাট প্রদানে উৎসাহ দিতে প্রতি বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবহিকতায় এ বছর সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে সম্মাননা পেয়েছেন সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল।

শনিবার চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভ্যাট কমিশনারেট আয়োজিত ভ্যাট দিবসের সেমিনারে এ সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য মইনুল ইসলাম, কর আপিল অঞ্চল, চট্টগ্রামের কমিশনার সফিনা জাহান, সৈয়দ মুশফিকুর রহমান চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উইমেন চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী প্রমুখ।

অনুষ্ঠানে আরও সম্মাননা প্রদান করা হয় ইস্টার্ন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকরপ অ্যাপারেলস লিমিটেড, মেসার্স যমুনা ট্রেডার্স, ভেনাস রিসোর্ট অ্যান্ড কফি হাউস প্রতিষ্ঠানকে।

অনুষ্ঠানে সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল বলেন, সম্মাননা পেয়ে আমরা গর্বিত। সবাই যেন নিয়মিত কর প্রদান করে এ বিষয়ে আরও উৎসাহ দিতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি তিনি অনুরোধ জানান।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত কক্সবাজারের পর্যটন শিল্পের পথিকৃৎ সায়মন বিচ রিসোর্ট এর আগেও সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে এনবিআরের সম্মাননা অর্জন করে। সায়মন বিচ রিসোর্ট পর্যটন শহর কক্সবাজারের ৪০০ হোটেল-মোটেলকে প্রতিনিধিত্ব করছে।

Comments

The Daily Star  | English
Chief Adviser Yunus On Election Reforms

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

Now