তবু ট্রিপল সেঞ্চুরি না পারার আক্ষেপ ইশানের!

Ishan Kishan
ডাবল সেঞ্চুরি করে ইশান কিশানের উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

তখনো লিটন দাসের সংবাদ সম্মেলন শেষ হয়নি। সম্মেলন কক্ষে ঢুকে এক পাশে নিভৃতে খানিকটা বসে থাকতে হলো ইশান কিশানকে। দেখে বোঝার উপায় নেই মাঠে কী কাণ্ডটাই না করে এসেছেন তিনি। খানিক পর মুখে চওড়া হাসি নিয়ে দিতে থাকলেন সব প্রশ্নের উত্তর। দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েও এই তরুণের আক্ষেপ, তিনশোও তো হতে পারত!

এর আগে ৯ ওয়ানডে খেলে কোন সেঞ্চুরি ছিল না ইশানের। বাংলাদেশের বিপক্ষে শনিবার বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি তো করলেনই, রেকর্ড গড়ে ডাবল সেঞ্চুরিও তুলে নেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রান প্রসবা উইকেটে বাংলাদেশের বোলারদের উপর ছড়ি ঘোরান ইশান। ১৩১ বলে করেন ২১০ রান। যাতে ছিল ২৪ চার আর ১০ ছক্কা। ইনিংসের ১৫৬ রানই তার এসেছে বাউন্ডারি থেকে।

১২৬ বলে ডাবল সেঞ্চুরি করে এদিন তিনি ভেঙেছেন ক্রিস গেইলের রেকর্ড। ১৩৮ বলে দুইশো পেরিয়ে ২০১৪ সালে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন গেইল।

ইশানের রেকর্ড হয়েছে আরও। সবচেয়ে কম ওয়ানডে খেলে ডাবল সেঞ্চুরির ছোট্ট ক্লাবে যে ঢুকেছেন তিনি। সেখানে আছেন নিজ দেশের কিংবদন্তি শচিন টেন্ডুলকার, রোহিত শর্মা, বীরেন্দ্রর শেবাগরা।

২১০ রান  করে এই বাঁহাতি যখন আউট হন ৩৫.৫ ওভার শেষ হয়েছে। ১৪ ওভারের খেলা বাকি থাকায় আরও ৯০ রান করা খুবই সম্ভব ছিল। এমনটা হলে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য এক চূড়ায় উঠে যেতেন তিনি। দারুণ দিনেও তাই তার আছে এক আক্ষেপ,  'কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে নিজের নাম দেখে ভালো লাগছে। এখনো মনে হচ্ছে যখন আউট হলাম, তখন আরও ১৫ ওভার বাকি ছিল। থাকলে হয়ত ৩০০ রানও করতে পারতাম।'

রোহিত শর্মার চোটে একাদশে এসে ওপেন করতে নামেন। উইকেটে থিতু হয়েই খেলতে থাকেন বড় শট, প্রতিপক্ষের বোলিং গুঁড়িয়ে বইয়ে দেন রানের বন্যা। জানালেন চিন্তাটা এদিন তার খুব পরিষ্কার ছিল,  'উইকেট ব্যাট করার জন্য খুব ভালো ছিল। আমি খুব পরিষ্কার চিন্তা নিয়ে নেমেছি। নাগালের মধ্যে বল পেলেই মারব।'

রেকর্ডময় দিনে ইশানের সঙ্গী ছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ২৯০ রানের জুটি। ইশানের প্রতিটি মাইলফলকে উদযাপন করতে দেখা যায় কোহলিকে। এক পাশে দলের সেরা তারকা থাকায় লাভ হয়েছে ইশানেরও,  'বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার বিষয় নিয়ে যেটা বলব। খেলা নিয়ে তার চিন্তা অনেক গভীর। যখন আমি নব্বুই পেরিয়েছি, তিনি আমাকে শান্ত করেন। যখন আমি ৯৫ রানে তখন ছক্কা মেরে সেঞ্চুরি করতে চাইলাম। তিনি আমাকে বুঝিয়ে বলেন এটা আমার প্রথম সেঞ্চুরি, এক এক করে আগালে ভালো হবে।'

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

10h ago