১ ডলারের বিপরীতে ৩ লাখ ৭০ হাজার ইরানি রিয়াল

ডলারের বিপরীতে ইরানি রিয়াল
ইরানের মুদ্রা রিয়াল হাতে এক নারী। ছবি: রয়টার্স ফাইল ফটো

মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দরপতন নতুন রেকর্ড ছুঁয়েছে।

গতকাল শনিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত ওয়েবসাইট বনবাস্ট ডট কমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গতকাল ক্রমশ এক ঘরে হয়ে পড়া ইরানের খোলাবাজারে এক ডলারের বিপরীতে পাওয়া গেছে ৩ লাখ ৭০ হাজার ২০০ রিয়াল।

এর আগের দিন তা ছিল ৩ লাখ ৬৭ হাজার ৩০০ রিয়াল।

এতে আরও বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর হিজাব পরাকে কেন্দ্র করে ইরানে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর দেশটিতে সহিংস বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত রিয়ালের ১৩ দশমিক ৮ শতাংশ দরপতন হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ইরানে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

অর্থনীতিবিষয়ক ওয়েবসাইট ইকোইরান জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তির সঙ্গে নতুন চুক্তির সম্ভাবনায় ব্যবসায়ীরা আশার আলো দেখেছিলেন।

কিন্তু, ইরান সরকারের কঠোর হাতে বিক্ষোভ দমন করায় ও রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কের কারণে পশ্চিমের দেশগুলো তেহরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, 'কোনো কোনো ব্যবসায়ী মনে করছেন যে, বর্তমান পরিস্থিতিতে নতুন পরমাণু চুক্তির সম্ভাবনা খুবই কম। তাই তারা ডলার মার্কেটে বিনিয়োগে সতর্ক।'

ব্যবসায়ীরা আশা করছেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংক রিয়ালকে চাঙা করার উদ্যোগ নেবে।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Myanmar solely responsible for creating favourable conditions for Rohingyas’ return: UN

11 Western countries stress lasting solution hinges on peace and stability in Myanmar

39m ago