সুযোগ পেলে আবারও অধিনায়কত্ব করতে চান লিটন

Liton Das
সিরিজ জেতা ট্রফি হাতে অধিনায়ক লিটন দাস। ছবি: ফিরোজ আহমেদ

দায়িত্বটা হুট করেই তার কাঁধে এসে পড়েছিল। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের চোটে সিরিজ শুরুর দুদিন আগে লিটন দাসকে করা হয় অধিনায়ক। অধিনায়ক হিসেবে স্বপ্নের এক সময় পার করলেন তিনি। তার নেতৃত্বে দ্বিতীয়বার ভারতের মতো দলকে ওয়ানডে সিরিজে হারল বাংলাদেশ। আগামীর নেতৃত্বের চিন্তায় লিটনকে এখন গোনায় ধরছে বিসিবি। লিটনও এমন সুযোগ এলে সাদরে গ্রহণ করতে রাজী।

শক্তিতে অনেক এগিয়ে থাকা ভারতের সামনে পড়ার আগে জেতার আত্মবিশ্বাসের কথাই জানিয়েছিলেন লিটন। সিরিজ শুরুর আগে তার সেসব কথা অনেকে হয়ত 'কথার কথা' ভেবে থাকতে পারেন। দিনশেষে মাঠে সেটা প্রমাণ হয়ে যাওয়ায় লিটনের বিশ্বাসের জগতও এখন চওড়া।

প্রথম ম্যাচেই মাঠে নিজের সপ্রতিভ উপস্থিতি দিয়ে নজর কাড়েন এই ওপেনার। ফিল্ডিংয়ে শুরুতেই উড়ন্ত ক্যাচ নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বার্তা দেন। বোলিং বদল, ফিল্ডারদের তাতিয়ে দেওয়া। বোলারদের সঙ্গে কথা বলা। তাকে দেখা গেছে ভীষণ সম্পৃক্ত।

চট্টগ্রামে শেষ ম্যাচটিতে বড় ব্যবধানে হারলেও ট্রফি হাতে নিয়ে উল্লাস করতে পেরেছেন লিটনরা। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি জানান নেতৃত্বের ভার একদম টের পাননি তিনি, পুরো সময়টাই ছিল উপভোগ্য, 'আমি অনেক খুশি। দলের সবাই যেভাবে সহায়তা করেছে। সবসময়ই যেটি করে থাকে সবাই। আমি খুশি যে মাঠে কখনোই সেভাবে চাপ বোধ করিনি। প্রথমবার অধিনায়ক হিসেবে সিরিজ জয়, এর চেয়ে বড় কিছু হয় না। শেষ ম্যাচটি জিতলে হয়তো বেশিই ভালো হতো। তবে সব মিলিয়ে খারাপ না।' 

সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সম্ভাব্য ফল নিয়ে জানতে চাওয়া হয়েছিল তার কাছে। লিটন বলেছিলেন ট্রফিটা হাতে নিতে চান। ট্রফি হাতে নিয়ে এসেও মনে করিয়ে দিলেন সে কথা,  'প্রথম প্রেস কনফারেন্সে আমি একটা কথাই বলেছিলাম, আমার দলের মধ্যে বিশ্বাসটা আছে। কে যেন প্রশ্ন করেছিলেন সিরিজের ট্রফি রেখে দিতে চাই কি না? আমি অবশ্যই বলেছিলাম। অধিনায়ক হিসেবে বা খেলোয়াড় হিসেবে যখন এমন বড় একটা সিরিজ খেলব তখন আমাদের চাওয়াই থাকবে যে সিরিজটা জিতব। আমরা আমাদের হোমে সিরিজটা খেলেছি। তো এর থেকে বড় কিছু নেই যে সিরিজ জিতেছি।'

তামিম ইকবাল ফিরলে পরের সিরিজে তিনিই অধিনায়ক। হয়ত সব ঠিক থাকলে ২০২৩ বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম। তবে বিকল্প হিসেবে লিটনও তৈরি আছেন। এই কথা জেনে গেল বিসিবি। লিটনও থাকবেন সুযোগের অপেক্ষায়,  'হ্যাঁ অবশ্যই বিসিবি সুযোগ দিলে আবারও এ কাজ (অধিনায়কত্ব) করব। তবে আমি খুশি। তারা আমাকে সুযোগটি দিয়েছে।'

Comments

The Daily Star  | English
agent banking role in remittance growth

Agent banking drives rural remittance boom

Bangladesh’s agent banking network is continuing to play a transformative role in the country’s financial system, especially through the channelling of remittances through agent outlets.

14h ago