ভালো উইকেটে নিয়মিত খেলার উপকার দেখেন লিটন

Litton Das
ছবি: ফিরোজ আহমেদ

মিরপুরের মন্থর ও উঁচু-নিচু বাউন্সের উইকেটে ভারতকে রোমাঞ্চকর দুই ম্যাচে হারিয়ে দেয় বাংলাদেশ, জিতে নেয় ওয়ানডে সিরিজ। হোয়াইটওয়াশের মিশনে চট্টগ্রামে এসে মিলে ভিন্ন ছবি। সমান বাউন্সের ব্যাটিং স্বর্গে প্রতিপক্ষের সঙ্গে তাল মিলানো যায়নি। তবে হারলেও এরকম উইকেটে খেলার একটা তাগিদ অনুভব করছেন এই সিরিজে নেতৃত্ব সামলানো লিটন দাস।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ছিল সমান বাউন্সের, আউটফিল্ড ছিল দারুণ গতিময়। বল ব্যাটে এসেছে খুব ভালোভাবে। এসব উইকেটের সুবিধা কীভাবে পুরোটা নিতে হয় তা দেখিয়েছেন ইশান কিশান।

১৩১ বলে ২৪ চার, ১০ ছক্কায় তিনি খেলে ফেলেন ২১০ রানের ইনিংস। বিরাট কোহলিও করেন সেঞ্চুরি। ভারত চড়ে ৪০৯ রানের পাহাড়ে। যার জবাব দিতে গিয়ে ৩৪ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে লিটন জানান, হারলেও চট্টগ্রামের মতো উইকেটে খেলার প্রয়োজন আছে, 'দেখেন, দুটি ম্যাচ ছিল মিরপুরে। সেখানে খারাপ হয়েছে তা নয়। খুব একটা ইভেন (বাউন্স) ছিল, তা না। ব্যাট করা সহজ ছিল না। আজ খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। আমরা খুব ভালো ব্যাটিং করতে পারিনি। তবে রানরেটটের চাপটা এত ছিল যে কারণে দ্রুত এগোতে হয়েছে। অবশ্যই ভালো উইকেটে খেললে ব্যর্থ হবেন বড় দলগুলোর সঙ্গে। তবে এর থেকেও পাওয়ার আছে, পরবর্তীতে কী কী করলে উন্নতি করতে পারবেন। এগুলো বোঝা যায়।'

আগামী বছর অক্টোবর-নভেম্বর বিশ্বকাপ হবে ভারতে। উইকেট থাকতে পারে ব্যাট করার জন্য বেশ আদর্শ। বড় রানের ম্যাচ দেখার সম্ভাবনাও প্রবল। শুধু মিরপুরের কঠিন উইকেটে খেলা বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া তাই হতে পারে বুমেরাং।

Comments

The Daily Star  | English
agent banking role in remittance growth

Agent banking drives rural remittance boom

Bangladesh’s agent banking network is continuing to play a transformative role in the country’s financial system, especially through the channelling of remittances through agent outlets.

14h ago