তাসকিনকে খেলানো নিয়ে ভাবনায় বাংলাদেশ দল

ফিট থাকলে তিনি দলের প্রথম পছন্দের পেসার। কদিন আগে পীঠের চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ আপাতত ফিটই আছেন। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে খেলেছেনও। তবে প্রথম টেস্টে তাকে খেলানো হবে কিনা তা নিয়ে দলের আছে ভাবনার জায়গা। তাসকিন নিজেই জানালেন, প্রথম টেস্টে তাকে বিশ্রামও দেওয়া হতে পারে।
চোট কাটিয়ে ফেরার পর বোলিংয়ে কিছু আড়ষ্টতা থাকা স্বাভাবিক। গত শনিবার দেখা গেছে তেমনটা। ৯ ওভার বল করে ২ উইকেট পেতে দিয়েছেন ৮৯ রান। টেস্টে বল করতে হবে লম্বা স্পেলে। চট্টগ্রাম উইকেটের ধরণ অনুযায়ী খাটতে হবে বিস্তর।
চোট থেকে উঠেই তাসকিন এতটা ধকল নিতে পারবেন কিনা তা নিয়ে চলছে চিন্তা-ভাবনা। সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন। বেশ ফুরফুরে মেজাজে থাকা এই পেসার জানান, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভীষণ সতর্ক তিনি ও তার দল।
এসব কিছু বিবেচনা করেই নির্ভর করবে তার খেলা কিংবা না খেলা, 'টিম ম্যানেজমেট আমার ওয়ার্কলোড বিল্ডআপ নিয়ে কনসার্ন। কেবলই চোট থেকে এলাম। ফিটনেস, বোলিং লোড সব কিছু বাড়ানো নিয়ে কাজ করছি। যদি এই ম্যাচের আগে লোড ফুলফিল হয়। যদি তারা মনে করে আমি খেলব। যদি ওয়ার্কলোড ফুলফিল না হয়ে থাকে তাহলে এই টেস্টটা ম্যানেজমেন্ট আমাকে নাও খেলাতে পারে। হয়ত দ্বিতীয় টেস্ট খেলাতে পারে। তো এটা নিয়ে নিয়ে তারা কনসার্ন। এবং আমার সঙ্গেও কথা বলা হয়েছে। আমার ওয়ার্কলোড প্লান এরমধ্যে আমাকে দিয়েছে। ওটাই অনুসরণ করছি।'
তাসকিন না খেললে ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদের সঙ্গে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম। ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে তিন পেসার নিয়ে বাংলাদেশের খেলার সম্ভাবনা প্রবল।
Comments