আগ্রাসী মেজাজে পান্তের টেস্টের প্রস্তুতি

নেটে ঢুকেই বোলিং কোচ পারাজ মাম্ব্রেকে রিশভ পান্ত জানিয়ে দিলেন, 'আমার জন্য অনির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন'। সেই অনির্দিষ্ট সময় অবশ্য খুব লম্বা হলো না। তবে অল্প সময়েই পান্ত যেমন ঝড় তুললেন তাতে আঁচ পাওয়া যায় টেস্টে নেমে তিনি খেলতে চান কোন উপায়ে।
দুই বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল, সৌরভ কুমার, রিষ্ট স্পিনার কুলদিপ যাদব ও পেসার শার্দুল ঠাকুর ছিলেন পান্তের নেটে। এদের প্রত্যেকের বলে উড়ন্ত সব শট মেরেছেন তিনি। বাঁহাতি স্পিন এমনিতেই তার জন্য সুবিধার। ভেতরে আসা বলগুলোতে উড়িয়েছেন মিড উইকেট দিয়ে। কখনো এগিয়ে এসে সোজা মেরেছেন গায়ের জোরে।
পেসারদের বলেও কাট, পুল সহ বাহারি শটে উত্তাল করে তুলেন পরিস্থিতি। এক পর্যায়ে মামব্রেকে পান্ত জিজ্ঞেস করলেন নেটে কোন অফ স্পিনার আছে কিনা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে তাকে সামলাতে হবে মেহেদী হাসান মিরাজের অফ স্পিন, সেই চিন্তা থেকেও হয়তবা। যদিও টেস্টে সব ধরণের স্পিনারদের বিপক্ষেই পান্তের রেকর্ড ঈষর্ণীয়। অফ স্পিনের বিপক্ষে তার গড় পঞ্চাশের বেশি, বাঁহাতি স্পিনে সেটা সত্তরের ছাড়িয়ে।
নেটে যেমন মূর্তি তার ম্যাচেও দেখা যায় এমনটা। টেস্ট ক্রিকেটটা বাঁহাতি ব্যাটার পান্ত খেলেন আগ্রাসী মেজাজে। চলতি বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ যে টেস্ট খেলেছিলেন দুই ইনিংসেই তার ব্যাটে ছিল রান। বার্মিংহামে প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ করার পর দ্বিতীয় ইনিংসে ৮৬ বলে করেন ৫৭। ক্রিজে টিকে গেলে বোলারদের গুঁড়িয়ে দিতে চান পান্ত।
চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে ইশান কিশান গুঁড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের বোলিং। ১৩১ বলে খেলেছিলেন ২১০ রানের ইনিংস। এবার পান্ত লাল বলে দেখাতে পারেন ঝাঁক। তাকে সামলানোর প্রস্তুতি কেমন স্বাগতিক বোলারদের? দলের হয়ে কথা বলতে এসে তাসকিন আহমেদ জানালেন, লাইন-লেন্থের শৃংখলা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন তারা, 'পরিকল্পনা গোপন রাখব না হলে তো রিশভ পান্ত জেনে যাবে (হাসি)। অবশ্যই তারা সবাই দারুণ খেলোয়াড়। আমাদের অনেক ডিসিপ্লিনড হতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ভালো পরিকল্পনা নিয়ে আসতে হবে। এবং তা প্রয়োগ করতে হবে। এটাই গুরুত্বপূর্ণ।'
Comments