বিএনপি নেতা ইশরাকসহ ১৮ জনের নামে পুলিশের মামলা

বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ইশরাকসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও কয়েকশ নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে।
Ishraque Hossain
ইশরাক হোসেন

বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ইশরাকসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও কয়েকশ নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে।

গত শনিবার গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশের দিন পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানায় এই মামলা করেছে পুলিশ। উপপরিদর্শক নওশের আলী এই মামলার বাদী।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মহিতুল আলম মামলার তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তার সঙ্গে আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে আছেন বিএনপির ঢাকা দক্ষিণের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট পাভেল সিকদার, বিএনপি নেতা জমসেদুল আলম শ্যামল, রাইসুল হাসান ও শুভ হাসান বাবু প্রমুখ।

মহিতুল বলেন, অভিযুক্তরা গত ১০ ডিসেম্বর গোলাপবাগে সমাবেশের দিন বিক্ষোভ মিছিল, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও সরকারি কাজে বাধা দেন। তবে এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগ গত ৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় লিফলেট বিতরণের সময় ইশরাকের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। সেদিন ইশরাকের গাড়ি ভাঙচুর ও বিএনপির ৬-৭ জন নেতাকর্মী আহত হয়েছিলেন।

Comments

The Daily Star  | English
How do we protect the worst victims of inflation?

How do we protect the worst victims of inflation?

The reason for continued high consumer prices in the country despite prices dropping in the international market is a combination of policy and institutional failure.

7h ago